আজকাল ওয়েবডেস্ক: লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বৃদ্ধ বিরাট। পাকা দাড়ি। ঢিলেঢালা পোশাক। লন্ডনের রাস্তায় ঘুরছেন বিরাট কোহলি। সোশাল মিডিয়ায় বিরাটের সেই লুক রীতিমতো ভাইরাল হয়েছে।
জানা গেছে, লন্ডনের এক ব্যবসায়ীর সঙ্গে ছবি তুলেছিলেন বিরাট কোহলি। ওই ব্যবসায়ীই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এমনিতে বিরাট বরাবরই ফিটনেস ফ্রিক। নতুন লুকেও তাঁকে যথেষ্ট ফিট মনে হচ্ছে। তবে এই ছবিতে তাঁর মুখে দাড়ির রং দেখে অনুরাগীরা খানিক ব্যথা পেতে পারেন। আসলে বিরাটের দাড়ি–গোঁফে কালো রংয়ের চেয়ে সাদা রংই যেন বেশি দেখা যাচ্ছে। ভ্রুতেও সাদার আধিক্য। চুলদাড়িতে পাক ধরেছে। বয়সের ছাপ যে পড়ছে সেটা স্পষ্ট।
এটা ঘটনা ২০২৫ আইপিএল চলাকালীনই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টি২০ থেকেও তিনি অবসর নিয়েছেন সেই ২০২৪ সালে। টেস্ট থেকে আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়ে মজার ছলে বিরাট বলেছিলেন, ‘চারদিন পরপর দাড়িতে কলপ করতে হয়।’ সে কথা যে নেহাত রসিকতা ছিল না। সেটা বিরাটের নতুন লুক দেখেই বোঝা যাচ্ছে। নেট দুনিয়ায় অনেকে বলছেন, বিরাট বুঝি এবার সত্যিই বৃদ্ধ হচ্ছেন। কারও আক্ষেপ, ‘এভাবে কোহলিকে বুড়ো হতে দেখে দুঃখ হচ্ছে।’
আরও পড়ুন: বুমরার সমালোচকদের একহাত নিলেন এই প্রাক্তন, যা বললেন তাতে চমকে যাবেন
এটা ঘটনা, মাত্র ৩৬ বছরেই সাদা জার্সি তুলে রেখেছেন বিরাট কোহলি। কিন্তু কেন? সম্প্রতি যুবরাজ সিংয়ের ফাউন্ডেশন ‘ইউ উই ক্যান’ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে মজার ছলে বলেন, ‘দু’দিন আগেই দাড়িতে কলপ করলাম। যখন চার দিন পরপর দাড়িতে কলপ করতে হয়, তখন বুঝতে হবে সময় এসে গিয়েছে।’
এখন মনে হচ্ছে বিরাট হয়তো সত্যিই সেই তত্ত্ব বিশ্বাস করেন। দাড়ির রং দেখেই তিনি অবসরের সিদ্ধান্তটি নিয়েছেন।
এদিকে বিরাট ও রোহিতকে ফের ক্রিকেট মাঠে দেখার অপেক্ষায় ভক্তরা। এখন তারা আছেন শুধু আন্তর্জাতিক ওয়ানডেতে। তাই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আবার মাঠে দেখতে হলে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে আবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে দুই মহারথীর। গতবছর টি-২০ বিশ্বকাপ জেতার পর একইসঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানান রো-কো জুটি। ইংল্যান্ড সিরিজের আগে লাল বলের ক্রিকেট থেকেও অবসর নেন দুই তারকা। শুধুমাত্র একদিনের আন্তর্জাতিকে খেলা চালিয়ে যাবেন। ২০২৭ সালে বিশ্বকাপ। সেটাই পাখির চোখ করতে চাইছেন বিরাট এবং রোহিত। তবে বর্তমান ক্রিকেট ক্যালেন্ডারে খুব বেশি একদিনের ম্যাচ নেই। তাই বাইশ গজে খুবই কম সময় দেখা যাবে দুই কিংবদন্তিকে।
আরও পড়ুন: মেসি–রোনাল্ডো জমানা শেষের পথে! টানা দু’বার বর্ষসেরার লড়াইয়ে নেই দুই তারকা...
অস্ট্রেলিয়ায় তাঁদের প্রত্যাবর্তন সিরিজে অন্য মাত্রা যোগ করবে। কারণ ক্যাঙ্গারুদের দেশেই শেষ টেস্ট খেলেন রোহিত এবং বিরাট। ১৯ অক্টোবর পারথে প্রথম একদিনের ম্যাচ। ২৩ অক্টোবর অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ। ২৫ অক্টোবর সিডনিতে শেষ ম্যাচ। আইকনিক জুটিকে আবার মাঠে দেখার অপেক্ষায় ফ্যানরা।
