আজকাল ওয়েবডেস্ক: ৬ নভেম্বর থেকে অ্যাডিলেডে শুরু বর্ডার গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ খেলা হবে গোলাপি বলে। পারথ ম্যাচের পরেই গোলাপি বলে অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টের আগে ৩০ নভেম্বর থেকে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা সহ অন্যান্যরা।
ওয়ার্মআপ ম্যাচের কয়েকদিন আগে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় খেলোয়াড়রা। প্রধানমন্ত্রী সবার আগে পেসার জসপ্রীত বুমরার সঙ্গে। অন্যদের থেকে বুমরার অ্যাকশন এখটু অন্যরকমের। তাঁর অ্যাকশন এবং পারথ টেস্টে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য বুমরার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘তোমার বোলিং স্টাইল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। দুর্দান্ত’! এরপর তিনি বিরাট কোহলির সঙ্গে কথা বলেন। বিরাটকে আর আলাদা করে আলাপ করিয়ে দিতে হয়নি অধিনায়ক রোহিতকে।
পারথে প্রথম টেস্টে বিরাটের ব্যাটিং এবং শতরানের জন্য শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন, ‘পারথে দুর্দান্ত সময় কাটল। আমরা তো তোমার ব্যাটিংয়ের আগে থেকেই যথেষ্ট ভুগছিলাম'। বিরাট কোহলি তাৎক্ষণিক জবাব দিয়ে বলেন, ‘সবসময় একটু মশলা যোগ করতে হয়’। এরপর দুজনেই হেসে ফেলেন। একে একে অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীকে দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভাল। প্রধানমন্ত্রী অ্যালবানিজ এর আগে ভারত সফরেও এসেছেন। এর আগে ভারত অস্ট্রেলিয়া সফরে গেলে প্রত্যেক বারই ভারতীয় দলের সঙ্গে তিনি দেখা করেছেন। এবারেও তার অন্যথা হল না।
