আজকাল ওয়েবডেস্ক: চলতি মাসের ৩০ তারিখ থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ।
সেই সিরিজ খেলতে এদিনই ভারতে এসে পৌঁছলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।
এদিন দুপুরে মুম্বই বিমানবন্দরে পা রাখেন তিনি। কোহলি এখন লন্ডনে থাকেন। ভারতীয় দলে যোগ দেওয়ার জন্য কোহলি ইংল্যান্ড থেকে এসেছেন দেশে।
সোশ্যাল মিডিয়ায় কোহলির ছবি পোস্ট করা হয়েছে। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার ওয়ানডে খেলেছেন বিরাট। অজিদের বিরুদ্ধে প্রথম দুটো ওয়ানডে-তে রান পাননি তিনি। খাতা না খুলেই ফিরে গিয়েছিলেন। তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কোহলিও রান পান। এক রান করার পরে গ্যালারির দিকে তাকিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুড়েছিলেন।
প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ ৩০ নভেম্বর। রাঁচিতে সেই ম্যাচের বল গড়াবে। দ্বিতীয় ওয়ানডে হবে রায়পুরে। সেটি হবে ৩ ডিসেম্বর। ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে হবে তৃতীয় ওয়ানডে ম্যাচটি।
এদিকে সেই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। নতুন অধিনায়ক লোকেশ রাহুল। ইডেনে প্রথম টেস্ট চলাকালীন ঘাড়ে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। সেই চোট না সারায় দ্বিতীয় টেস্টেও নামেননি তিনি। ওয়ানডে সিরিজে হয়ে পড়েন অনিশ্চিত। শেষমেশ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গিলকে নিয়ে আর ঝুঁকি নিতে চায়নি। ভারত অধিনায়ক নিজেও চিকিৎসা করাচ্ছেন। সেই কারণে নির্বাচকরা গিলের পরিবর্তে নতুন অধিনায়ক খুঁজে নিয়েছেন।
The King is Back.
— Vikrant Gupta (@vikrantgupta73)
Touchdown Mumbai for Virat Kohli@sports_tak pic.twitter.com/WZghwG8c3PTweet by @vikrantgupta73
দল নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছিল, লোকেশ রাহুল ও ঋষভ পন্থের মধ্যে কেউ একজন দলের অধিনায়ক হবেন। কিন্তু পন্থ ওয়ানডে ফরম্যাটে দলকে নেতৃত্ব দেননি। ফলে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে তিনি আগেই পিছিয়ে যান। শেষমেশ লোকেশ রাহুলকে নতুন ক্যাপ্টেন ঘোষণা করা হয়।
এর মধ্যেই শোনা গিয়েছিল রোহিত শর্মার হাতে ফিরতেও পারে দেশের নেতৃত্ব। কিন্তু তা ছিল নিতান্তই জল্পনা। রোহিতকে নতুন করে আর অধিনায়ক বানাতে চায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
