আজকাল ওয়েবডেস্ক: কিং কোহলি। আবার প্রমাণ করলেন। সিরিজে পরপর দুই ম্যাচে শতরান। একদিনের আন্তর্জাতিকে শতরান হয়ে গেল ৫৩টি। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪ শতরানের মালিক হয়ে গেলেন বিরাট।
রাঁচির পর রায়পুরেও শতরান এল বিরাটের ব্যাট থেকে।
খেললেন রাজার মতো। কোনও প্রোটিয়া বোলারকেই রেয়াত করেননি। রাঁচিতে করেছিলেন ১৩৫। আর রায়পুরে এল ঝকঝকে শতরান। সঙ্গী রুতুরাজও পেলেন একদিনের আন্তর্জাতিকে প্রথম শতরান। করলেন ১০৫।
আর বিরাটের শতরান এল ৯০ বলে। শতরান করার পথে মারলেন সাতটি চার ও দুটি ছয়।
রোহিত ও যশস্বী দ্রুত আউট হলেও রুতুরাজকে নিয়ে দলের ইনিংস টেনে নিয়ে যান বিরাট। দু’জনের জুটিতে ওঠে ১৯৫ রান। রুতুরাজের ১০৫ রানের ইনিংসে রয়েছে ১২টি চার ও দুটি ছয়। এর আগে একদিনের আন্তর্জাতিকে একটি অর্ধশতরান ছিল রুতুরাজের। এবার করলেন প্রথম শতরান।
বিরাট শেষ অবধি থামলেন ১০২ রানে। ৯৩ বল খেলেছেন। আউট হলেন লুঙ্গি এনগিডির বলে।
এদিকে, রায়পুরে অপরিবর্তিত রয়েছে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচেও টস হারতে হয়েছে ভারতকে। এই নিয়ে টানা ২০ ম্যাচে টস হার। নিজেদের টস হারার রেকর্ড আরও উন্নত করেই চলেছে টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।
এদিকে, রাঁচিতে দুর্দান্ত শতরানের সুবাদে আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় কোহলি উঠে এসেছেন চার নম্বরে। আর রায়পুরে শতরানের পর হয়ত এবার শীর্ষেই চলে আসবেন।
