আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির ছক্কা আছড়ে পড়ল নিরাপত্তারক্ষীর মাথায়। তাঁর শুশ্রুষার জন্য ছুটে আসেন চিকিৎসকরা। কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। চিন্তার ভাঁজ পড়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কপালেও। 

১০১-তম ওভারের ঘটনা। মিচেল স্টার্কের বলে আপারকাট মারেন কোহলি। বাউন্ডারি লাইনের বাইরে বসে থাকা নিরাপত্তরক্ষীর মাথায় আছড়ে পড়ে সেই বল। 

বিরাট কোহলি রানে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। চা বিরতির সময়ে কোহলি অপরাজিত ৪০ রানে। ভারতের রান পাঁচ উইকেটে ৩৫৯। কোহলির সঙ্গে ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর (১৪)। 

এর আগে পারথ জুড়ে কেবলই যশস্বী জয়সওয়াল। ১৬১ রানে থেমে যায় তরুণ তারকার দুরন্ত ইনিংস। মার্শের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন যশস্বী। নইলে ডাবল করে ফেলতেন। ২২ বছর ৩৩২ দিন বয়সে টেস্ট কেরিয়ারে চতুর্থবার দেড়শোর বেশি রানের  ইনিংস খেলেন যশস্বী। 

২৩ বছর হওয়ার চতুর্থ বার দেড়শো রান করে কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের পাশে যশস্বীর নাম। একই কীর্তির অধিকারী গ্রেম স্মিথ এবং জাভেদ মিয়াঁদাদও। তবে ২৩ পূর্ণ হওয়ার আগে সবচেয়ে বেশি ৮ বার ১৫০ ছোঁয়ার বিশ্ব রেকর্ডের অধিকারী স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান। 
পারথ টেস্টের দ্বিতীয় দিন ভাল জায়গায় ভারত। চা বিরতির সময়ে ভারত এগিয়ে ৪০৫ রানে। যশস্বী ফিরে যাওয়ার অব্যবহিত পরে আউট হন ঋষভ পন্থ (১) ও ধ্রুব জুড়েল (১)। 

 

?ref_src=twsrc%5Etfw">November 24, 2024


এর আগে যশস্বী ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেন। ২০০১ সালের পর এখনও পর্যন্ত তিনজন বিদেশি ক্রিকেটার অস্ট্রেলিয়ায় ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছেছেন। ২০০৩ সালে অ্যাডিলেডে রাহুল দ্রাবিড়, ২০০৯ সালে ওয়াকায় ক্রিস গেইল। আর এবার পার্থে যশস্বী। 
তৃতীয় দিনের ষষ্ঠ ওভারে প্রথম উইকেটটি পড়ে ভারতের। মিচেল স্টার্কের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন রাহুল। রাহুল আউট হন ১৭৬ বলে ৭৭ রান করে। ওপেনিং জুটিতে যশস্বী ও কেএল রাহুল  ২০১ রান জোড়েন। 

দ্বিতীয় সেশনের প্রথম বলেই ফেরেন দেবদত্ত পাড়িক্কল (২৫)। যশস্বী ফিরে যাওয়ার পরে অস্ট্রেলিয়া ম্যাচে ফেরার চেষ্টা করছে। কোহলির ব্যাট বিরাট রানের ইঙ্গিত দিচ্ছে।