আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি, গৌতম গম্ভীরের রসায়নের কথা কারোর অজানা নয়। আইপিএলের মঞ্চে বেশ কয়েকবার একে অপরকে রক্তচক্ষু দেখান দুই তারকা। গম্ভীরের ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার কথা শোনা মাত্র চক্ষু চড়কগাছ হয়েছিল একাধিক ফ্যানদের। কিন্তু নিজ ক্ষেত্রে আদ্যপান্ত পেশাদার দুই তারকা ক্রিকেটার। তাই ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার আগেই, শেষ আইপিএলের মঞ্চে মিটে গিয়েছিল দূরত্ব। টিম ইন্ডিয়ার শিবিরে প্রথম থেকেই এক নতুন রসায়ন ধরা পড়ে কোহলি, গম্ভীরের মধ্যে। মঙ্গলবারও তেমনই একটি ছবি লেন্সবন্দী হল।
পুনেতে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার একদিন আগে ফুরফুরে মেজাজে পাওয়া যায় দুই তারকাকে। দু'জনেই হালকা মেজাজে ছিলেন। প্রথম টেস্টে হারলেও প্লেয়ারদের শরীরীভাষায় পরিবর্তন হয়নি। ফোকাস সিরিজ জয় হলেও, টিম ইন্ডিয়ার প্র্যাকটিসে ক্রিকেটারদের হালকা মেজাজে পাওয়া যায়। তারমধ্যে কোহলি এবং গম্ভীরের মজার কথোপকথন অনুশীলনের ইতিবাচক দিক তুলে ধরে। ঋষভ পন্থের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, ফিট হয়ে মাঠে নামতে তৈরি ভারতের উইকেটকিপার ব্যাটার। দ্বিতীয় টেস্টে শুরু থেকেই উইকেটের পেছনে দেখা যাবে তাঁকে। চোট সারিয়ে ফিরছেন শুভমন গিলও। কিন্তু তাঁর প্রত্যাবর্তনে বাদ পড়তে হবে একজন ব্যাটারকে। বেঙ্গালুরুতে গিলের জায়গায় খেলেন সরফরাজ। কিন্তু ১৫০ রানের ইনিংস খেলার পর তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই নেই। সেক্ষেত্রে গম্ভীরের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই বাদ পড়তে হতে পারে ছন্দে না থাকা কেএল রাহুলকে।
