আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বিরাট কোহলির। চেন্নাইয়ে প্রথম টেস্টে ডাহা ব্যর্থ। দুই ইনিংসে ৬ এবং ১৭ রান করেন। হাসান মাহমুদ এবং মেহদি হাসান মিরাজের বলে আউট হন। সবার নজর এবার কানপুরে। কোহলির রানে ফেরার আশায় ভক্তরা। কিন্তু দ্বিতীয় টেস্টে নামার আগে নেটে বিরাট সেটব্যাক কোহলির। তাঁকে বলে বলে আউট করলেন যশপ্রীত বুমরা। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, কোহলিকে ১৫ টা বল করেন ভারতীয় পেসার। তারমধ্যে চারবার আউট হন। তারমধ্যে চতুর্থ বল সরাসরি কোহলির প্যাডে লাগে। বুমরা চিৎকার করে বলেন, 'একদম সামনে লেগেছে।' বিরাটও সতীর্থের সঙ্গে সহমত পোষণ করেন। তার দু'বল পরে অফ স্ট্যাম্পের বাইরের বল মারতে গিয়ে আউট হন। একই পদ্ধতিতে দু'বার আউট হন।
বুমরার বল খেলতে না পেরে নেট বদল করেন বিরাট। পাশের নেটে যান, যেখানে বলে করছিলেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের স্পিন ত্রয়ী। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। তারকা ক্রিকেটারের খারাপ ফর্ম অব্যাহত। জাদেজার বল খেলতে গিয়েও সমস্যায় পড়েন। তারপর অক্ষরের বলে বোল্ড হন। এরপর আর ব্যাট করেননি। শুভমনকে জায়গা ছেড়ে দেন। তবে নেটেও ব্যর্থতায় কিছুটা বিমর্ষ দেখায় কোহলিকে। তাঁর এই ফর্ম চিন্তা বাড়াচ্ছে ভারতীয় ড্রেসিংরুমে। সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, নিজেদের জন্যই রোহিত এবং বিরাটের দলীপ ট্রফি খেলা উচিত ছিল। পাঁচ মাস পরে টেস্ট খেলতে নামেন ভারত অধিনায়ক। আট মাস পরে খেলছেন কোহলি। দলীপে তাঁদের টেস্টের প্রস্তুতি সেরে নেওয়া উচিত ছিল বলে মনে করেন ভারতের প্রাক্তনী। দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেট খেলতে নেমে নিজেদের টাচ হারিয়েছে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা।
