আজকাল ওয়েবডেস্ক: রাঁচির পর রায়পুর। ফের শতরান বিরাট কোহলির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচেই শতরান এল বিরাটের ব্যাটে। ১৩৫ এর পর ১০২। ৫৩ তম একদিনের সেঞ্চুরি হাঁকালেন বিরাট। তিনি এখন ৮৪ আন্তর্জাতিক শতরানের মালিক। শতরান করেছেন রুতুরাজ গায়কোয়াড়ও।
৯০ বলে ৫৩ তম সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট একদিনের ক্রিকেটে। বিরাটের আগে অবশ্য ৭৭ বলে সেঞ্চুরি করেন রুতুরাজ। ৮৩ বলে ১০৫ রান করে আউট হন তিনি। রুতুরাজ আউট হতেই কোহলির সঙ্গে ১৫৬ বলে ১৯৫ রানের জুটি ভেঙে যায়। তবে রুতুরাজের সেঞ্চুরির নেপথ্যে কোহলির অবদানও অপরিসীম। একাধিকবার তাঁকে নানান পরামর্শ দিতে দেখা গিয়েছে বিরাটকে। তা যে অক্ষরে অক্ষরে পালন করেছেন, তা বোঝা গিয়েছে বুধবার। মাথা ঠান্ডা রেখে তাঁর ইনিংসকে সেঞ্চুরিতে রূপান্তরিত করেছেন তরুণ ব্যাটার।
অন্যদিকে, এই নিয়ে বিরাট টানা দু’বার সেঞ্চুরি হাঁকালেন ১১ বার। যা একটা নজির। বিশ্বের আর কোনও ব্যাটারের এমন নজির নেই। তালিকায় দ্বিতীয় স্থানে প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। আরও একটি রেকর্ড হল, বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির (৩৪*) রেকর্ডও এখন তাঁর নামে। তাঁর পরে রয়েছেন শচীন তেণ্ডুলকার (৩৪), রোহিত শর্মা (২৬), হাসিম আমলা (২১), এবি ডিভিলিয়ার্স (২১)। এমন দুর্ধর্ষ সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ওঠেন বিরাট।
এদিকে, রাঁচির পর রায়পুরেও দেখা গেল বিরাট ভক্তের উন্মাদনা। বুধবার জলপানের বিরতির সময় এক যুবক কোহলির কাছে পৌঁছে গেলেন অনায়াসে।
রাঁচিতে ভারত–দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচে গ্যালারির ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েছিলেন সমর মুর্মু। হুগলির আরামবাগের যুবক পৌঁছে গিয়েছিলেন পিচে কোহলির কাছে। শতরান করা কোহলির পা জড়িয়ে ধরেন বিরাট ভক্ত। তার পর রায়পুরের ম্যাচেও নিরাপত্তা বিঘ্নিত হল। বুধবার ভারতের ইনিংসের জলপানের বিরতির সময় এক ক্রিকেটপ্রেমী মাঠে ঢুকে পড়েন। কোহলির কাছে পৌঁছেও যান ওই যুবক। কোহলির পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। এর পর তাঁকে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা।
