আজকাল ওয়েবডেস্ক: বিভিন্ন ক্রীড়াবিদের আত্মজীবনী বড় পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। এমএস ধোনি থেকে শুরু করে মিলখা সিং, মেরি কম। সৌরভ গাঙ্গুলির বায়োপিক বানানোরও কথা চলছে। তবে বিরাট কোহলির আত্মজীবনী নিয়ে কোনওদিন আলোচনা হয়নি। সম্প্রতি এই প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন রুপোলি পর্দার তারকা অভিনেতা গুরমীত সিং। রামায়ণে রামের চরিত্রে অভিনয় করে প্রচারের আলোয় আসেন। এরপর গীত-হুই সবসে পারায়ী, পুনঃ বিবাহ-জিন্দেগি মিলেগি দোবারার মতো সিরিয়ালে দেখা যায় অভিনেতাকে। সম্প্রতি একটি প্রশ্নের মুখে পড়েন তিনি। তাঁকে জিজ্ঞেস করা হয়, বিরাট কোহলির বায়োপিক হলে, তিনি কি তারকা ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করতে চাইবেন? গুরমীত শুধুমাত্র একজন অভিনেতা নয়। ক্রিকেটের সঙ্গেও সম্পর্ক রয়েছে। সিএলটি ১০ এ একটি দলের যুগ্ম মালিক তিনি। প্রশ্নের উত্তরে কী জানালেন?
গুরমীত বলেন, 'যদি কখনও কোনও বায়োপিক হয়, এবং আমি সুযোগ পাই, আমি অবশ্যই করতে চাইব। তবে আমার মনে হয়, বিরাট কোহলি নিজেই অভিনয় করলে সবচেয়ে ভাল হবে। কারণ ও নিজেই খুব ভাল অভিনেতা। তারওপর এত ভাল দেখতে। বিশাল ফ্যান বেস। ওপেনিং ডে-তেই সিনেমা ২০০-৩০০ কোটি কামিয়ে নেবে।' কোহলির বায়োপিক নিয়ে বিরাট মন্তব্য গুরমীতের। বর্তমানে শুধু একদিনের আন্তর্জাতিক খেলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে অবসর ঘোষণা করেন। রবি বিষ্ণোই মনে করেন, একদিনের ক্রিকেট থেকে অবসরের সময় বিরাট কোহলি এবং রোহিত শর্মার গ্র্যান্ড ফেয়ারওয়েল পাওয়া উচিত। বিষ্ণোই বলেন, 'এদের সবসময় মাঠেই অবসর নিতে দেখতে ভাল লাগে। কিংবদন্তিদের খেলতে খেলতেই অবসর নিতে দেখতে ভাল লাগে। সেটাই দেখতে চাই। ওরা ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে, ওদের ধারেকাছে কেউ নেই। তাই আমি চাই ওরা ভাল ফেয়ারওয়েল পাক। আশা করছি, একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় ওরা সেটা পাবে। কারণ ওরা কবে অবসর নেবে, সেটা কেউ ওদের বলে দিতে পারে না। সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আচমকা ওরা অবসর ঘোষণা করায় খুব আশ্চর্য লেগেছিল। হঠাৎ দুটো জায়গা ফাঁকা হয়ে যায়। সেটা কে ভরাট করবে সেই নিয়ে প্রশ্ন ওঠে।'
রো-কো জুটির ভবিষ্যৎ নিয়ে নানান চর্চা চলছে। আদৌ তাঁরা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা সেই প্রশ্ন উঠছে। সম্প্রতি দুই মহাতারকাকে নিয়ে চেতেশ্বর পূজারাকে প্রশ্ন করা হয়। অবসর প্রসঙ্গে বিরাট, রোহিতকে কোনও পরামর্শ দিতে চান না তিনি। পূজারা বলেন, 'ওদের কোনও পরামর্শকের প্রয়োজন নেই। কারণ সাদা বলের ক্রিকেটে সেরা প্লেয়ারদের মধ্যে ওরা অন্যতম। এমনকী মাত্র একটা ফরম্যাটে খেললেও, ওরা জানে ওদের থেকে কী প্রত্যাশা করা হয়। দু'জনেই এতটাই প্রতিভাবান। বিরাট, রোহিতের রেকর্ড দেখুন। ওরা জানে কখন অবসর নিতে হবে। ওরা ওদের দায়বদ্ধতা জানে। ওরা ফিট থাকলে অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবে।' একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি। অন্যদিকে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস টেস্ট দিতে হাজির রোহিত।
