আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা এবং বিরাট কোহলি একদিনের ক্রিকেটে ফেরার প্রস্তুতি চালাচ্ছেন। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজে আবার মাঠে প্রত্যাবর্তন করবেন দুই মহাতারকা। গত এক বছরে টি-২০ এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছে রো-কো জুটি। ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের ভবিষ্যত নিয়ে কোনও মন্তব্য করেনি। কিছু রিপোর্টে জানা গিয়েছে, বর্তমান টিম ম্যানেজমেন্ট বিরাট, রোহিতকে অস্ট্রেলিয়া সিরিজের পর আর চাইছে না। ২০২৭ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। ততদিন পর্যন্ত দুই তারকা টিকে থাকতে পারবেন কিনা জানা নেই। দু'জনের বয়স যথাক্রমে ৩৯ এবং ৪০ হবে।
দুই মহারথীর ভবিষ্যৎ নিয়ে নানা মুনির নানা মত। অনেকেই তাঁদের অবসরের পক্ষে। আবার অনেকে মনে করছে, এখনও দেশকে অনেক কিছু দিতে পারে তাঁরা। তাঁদের মধ্যে রয়েছেন দীপ দাশগুপ্ত। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করছেন, তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা বলার অধিকার নেই কারোর। দীপ বলেন, 'কারোর অধিকার নেই। আমরা ওদের শুরু করার নির্দেশ দিইনি। তাই আমাদের বলারও কোনও অধিকার নেই। ওদের যেদিন ইচ্ছে করবে, সেদিন থামবে। সিদ্ধান্ত সম্পূর্ণ ওদের ওপর।'
তিনি দাবি করেন, দল নির্বাচনের অন্যতম কারণ হওয়া উচিত পারফরম্যান্স। বয়স কোনও ফ্যাক্টর নয়। ভারতীয় ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে দু'জনের। দীপ বলেন, 'আমরা পারফরম্যান্স ভিত্তিক ইন্ডাস্ট্রিতে বসবাস করি। তুমি পারফর্ম করলে, তুমি থাকবে। আর অন্য কোনও রাস্তা নেই। আমি সদ্য রোহিতের ছবি দেখেছি। ওকে ফিট দেখাচ্ছে। আসন্ন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ব্যক্তিগতভাবে আমি মনে করি, ওদের এখনও অনেক কিছু দেওয়ার আছে। আমার রাগ হয় যখন লোকে চায় ওরা অবসর নিক। আমরা কে এটা বলার?'
আগামী বছর ভারতের খুব বেশি একদিনের ম্যাচ নেই। যার ফলে বেশি গেমটাইম পাবে না রোহিত এবং বিরাট। দীপ মনে করেন, ফিট থাকার জন্য আইপিএল ছাড়াও বাইরের লিগ খেলার চেষ্টা করা উচিত দুই তারকার। দীপ বলেন, 'দু'মাস আইপিএল চলবে। তারপর হয়ত ৮-৯টা একদিনের ম্যাচ খেলবে। তারমধ্যে বিজয় হাজারে ট্রফি আছে। তারপর ওরা চাইলে ইংল্যান্ডে গিয়ে ৫০ ওভারের ক্রিকেটে খেলতে পারে। যাতে নিজেদের খেলার মধ্যে রাখতে পারে। হয়ত আন্তর্জাতিক মঞ্চে হবে না, তবে খেলার মধ্যে থাকতে পারবে।' ভারতের প্রাক্তন তারকা মনে করেন, ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় লিগ ক্রিকেটও খেলতে পারে বিরাট এবং রোহিত। সবটাই নির্ভর করছে তাঁদের খিদের ওপর। দুই তারকা বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকতে চাইলে, নিয়মিত খেলার মধ্যে থাকতে হবে। বিশ্বের একাধিক লিগের কথা জানালেও, ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন দীপ।
