আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের পর বিরাট কোহলি, রোহিত শর্মার ভবিষ্যৎ নির্ধারিত করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তার প্রস্তুতিতে দুটো চারদিনের ম্যাচে লায়ন্সদের মুখোমুখি হবে ভারতীয় এ দল। সেই দলে কয়েকজন তারকা প্লেয়ারকে রাখা হবে। ৪৫ দিনের সফরে ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জেতার চেষ্টা করবে ভারতীয় দল। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, '৩০ মে থেকে ক্যান্টারবেরির সেন্ট লরেন্সের স্পিটফায়ার গ্রাউন্ডে প্রথম চারদিনের ম্যাচ খেলা হবে। দ্বিতীয় ম্যাচ এক সপ্তাহ পরে ৬ জুন নর্থহ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে হবে।' 

বর্তমানে আইপিএল চলছে। কোটিপতি লিগের নকআউট পর্ব ২০, ২১ এবং ২৩ মে অনুষ্ঠিত হবে। ফাইনাল ২৫ মে। যার ফলে ভারতীয় এ দল ঘোষণা করার আগে হাতে যথেষ্ট সময় পাবে নির্বাচকরা। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ইংল্যান্ডগামী বিমানের টিকিট পেতে পারেন করুন নায়ার। আগের বছর ঘরোয়া মরশুমে নজর কাড়েন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। রঞ্জি ট্রফিতে চতুর্থ সর্বোচ্চ রান ছিল। ৯ ম্যাচে ৮৬৩ রান করেন। গড় ৫৪। বোর্ডের এক সূত্র বলেন, 'দল ঘোষণার আগে হাতে অনেক সময় রয়েছে। সম্ভবত আইপিএলের নক আউটের আগে ঘোষণা করা হবে। তখন পুরো ছবিটা সামনে এসে যাবে। কাদের পাওয়া যাবে, বোঝা যাবে।' নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতার পরও ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক থাকবেন রোহিত শর্মা। যশপ্রীত বুমরার ফিটনেসের দিকে নজর রাখা হবে।