আজকাল ওয়েবডেস্ক:‌ মহারাষ্ট্রের ঠাণের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। শনিবার তিনি হাসপাতালে ভর্তি হন। জানা গেছে, মূত্রনালিতে সংক্রমণ রয়েছে কাম্বলির। মঙ্গলবার রাতে তাঁর জ্বর এসেছিল। সঙ্কটজনক হলেও অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


কাম্বলিকে দেখছেন চিকিৎসক বিবেক ত্রিবেদী। তাঁর নেতৃত্বে রয়েছে এক চিকিৎসক দল। জানা গেছে, কাম্বলির এমআরআই করার কথা ছিল। কিন্তু জ্বর আসায় তা করা সম্ভব হয়নি। এর আগে একটি এমআরআইয়ে জানা গিয়েছিল কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে।


আপাতত কাম্বলি আইসিইউতে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, দু’‌একদিনের মধ্যেই কাম্বলিকে আইসিইউ থেকে বার করা হবে। দিন চারেক পর ছেড়ে দেওয়া হতে পারে হাসপাতাল থেকে।
আপাতত ২৪ ঘণ্টা কাম্বলিকে কড়া মনিটরিংয়ে রাখা হবে। যখন হাসপাতালে এসেছিলেন, বেশ গুরুতর ছিলেন তিনি। রক্তচাপ ওঠানামা করছিল। এখন অনেকটাই স্থিতিশীল। 


এই অবস্থায় কাম্বলিকে অর্থ সাহায্য করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে সাংসদ শ্রীকান্ত শিন্ডে। ৫ লক্ষ টাকা অর্থসাহায্য করা হয়েছে কাম্বলির চিকিৎসার জন্য। হাসপাতালে গিয়ে কাম্বলির শারীরিক অবস্থায় খোঁজও নিয়েছেন শিন্ডেরা। আগামীদিনেও কাম্বলির চিকিৎসায় আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।