আজকাল ওয়েবডেস্ক:‌ রীতিমতো অসুস্থ বিনোদ কাম্বলি। সম্প্রতি প্রবাদপ্রতিম কোচ রমাকান্ত আচরেকার মেমোরিয়াল ইভেন্টে দেখা গিয়েছিল কাম্বলিকে। গিয়েছিলেন শচীনও। কাম্বলিকে দেখে সৌজন্য বিনিময় করেন শচীন। কিন্তু শচীন বললেও মঞ্চে উঠতে পারেননি কাম্বলি। 


অনুষ্ঠানে রীতিমতো অসুস্থ মনে হচ্ছিল কাম্বলিকে। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছিল। রাস্তায় দাঁড়িয়ে কাম্বলি। দেশের প্রাক্তন ক্রিকেটারের হাঁটতে রীতিমতো কষ্ট হচ্ছে। আর এবার শচীন বললেও উঠে দাঁড়াতে সমস্যা হচ্ছিল কাম্বলির। এদিকে, কাম্বলির এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, অন্তত ১৪ বার রিহ্যাবে যেতে হয়েছে কাম্বলিকে।


প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘদিন আম্পায়ারিং করেছেন মার্কাস কুটো। কাম্বলির এই ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, ‘‌কাম্বলির একাধিক শারীরিক সমস্যা রয়েছে। অন্তত ১৪ বার রিহ্যাবে যেতে হয়েছে কাম্বলিকে। তার মধ্যে তিন বার কাম্বলিকে ভাসাইয়ে একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল।’‌ 


গত আগস্টে বান্দ্রায় কাম্বলির বাড়িতে গিয়েছিলেন মার্কাস। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর। এদিকে, ১৯৮৩–র বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব ইতিমধ্যেই কাম্বলির দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কাম্বলিকেই উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান কপিল।


প্রসঙ্গত, শচীন ও কাম্বলি একসঙ্গেই ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। স্কুল ক্রিকেটে দু’‌জনের সেই রেকর্ড আজও সকলের মুখে মুখে ফেরে। দেশের হয়েও সাড়া জাগিয়ে শুরু করেছিলেন কাম্বলি। কিন্তু দ্রুতই তিনি নিজের ছন্দ হারিয়ে ফেলেন। বেহিসেবী জীবন, পারিবারিক ও বৈবাহিক জীবনে বিতর্ক কাম্বলিকে একেবারে শেষ করে দিয়েছে। এখন রীতিমতো অসুস্থ তিনি।