আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে 'চক দে'র তালে তালে নাচছেন বিনোদ কাম্বলি। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২১ ডিসেম্বর বিনোদ কাম্বলিকে থামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে দেশের প্রাক্তন ক্রিকেটারের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। 

কাম্বলি এখন আগের থেকে ভাল আছেন। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে জনপ্রিয় গানের  সঙ্গে নাচছেন কাম্বলি। এই ছবিই প্রমাণ করছে কাম্বলি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।

দেশের হয়ে ১৭টি টেস্ট ম্যাচ ও ১০৪টি ওয়ানডে খেলেছেন কাম্বলি।  অসুস্থ অবস্থায় থানের এই বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পরে চিকিৎসকরা তাঁর ভাল দেখভাল করেছেন। চিকিৎসকদের চিকিৎসা এবং পরিচর্যার প্রশংসা করে কাম্বলিকে বলতে শোনা গিয়েছে, ''আপনাদের ভালবাসাতেই আমি ধীরে  ধীরে সুস্থ হয়ে উঠছি।'' 

কাম্বলিকে অর্থ সাহায্য করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে সাংসদ শ্রীকান্ত শিন্ডে। ৫ লক্ষ টাকা অর্থসাহায্য করা হয়েছে কাম্বলির চিকিৎসার জন্য। হাসপাতালে গিয়ে কাম্বলির শারীরিক অবস্থায় খোঁজও নিয়েছেন শিন্ডেরা। আগামীদিনেও কাম্বলির চিকিৎসায় আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।

 

?ref_src=twsrc%5Etfw">December 30, 2024