আজকাল ওয়েবডেস্ক: ফিফার বর্ষসেরা প্লেয়ার নির্বাচিত হলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। সেরা মহিলা ফুটবলার বার্সিলোনার আইতানা বোনমাতি। এই নিয়ে পরপর দু'বার সেরার খেতাব জিতলেন মহিলা তারকা। মঙ্গলবার দোহায় হয় ফিফার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাস দুয়েক আগে অল্পের জন্য ব্যালন ডি'ওর হাতছাড়া হয় ভিনিসিয়াসের। দ্বিতীয় স্থানে শেষ করেন ব্রাজিলীয় তারকা। ব্যালন ডি'ওর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি রিয়াল মাদ্রিদ। তাঁরা আগাম জানতে পারে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের রড্রি ব্যালন ডি'ওর পাবেন। তবে কাতারে নিজের হাতে ফিফার বর্ষসেরা পুরস্কার নিলেন ভিনিসিয়াস। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল খেলতে কাতারেই ছিলেন ২৪ বছরের ব্রাজিলীয় তারকা।
ফিফার পুরস্কার পেয়ে আপ্লুত ব্রাজিলীয় তারকা। ভিনিসিয়াস বলেন, 'সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে শুরু করব জানি না। এখানে পৌঁছনো একটা সময় অসম্ভব ছিল। আমি দারিদ্র, অপরাধ জগতের মধ্যে বেড়ে উঠেছি। যেসব ছেলেমেয়েরা এই পরিবেশে বড় হচ্ছে, আমি তাঁদের এই ট্রফি উৎসর্গ করছি। আমাকে যারা ভোট দিয়েছে তাঁদের ধন্যবাদ। আমার পরিবার, আমার ক্লাব, আমার সতীর্থ এবং কার্লেত্তোকে ধন্যবাদ। যারা আমার স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করেছে। আশা করছি আরও অনেক বছর মাদ্রিদে থাকব। কারণ এটাই বিশ্বের সেরা ক্লাব। ফ্ল্যামেঙ্গো এবং জাতীয় দলে আমার সতীর্থদেরও ধন্যবাদ।'
শেষ দু'বার ফিফা বর্ষসেরা ফুটবলার হন লিওনেল মেসি। এবার তাঁকে টেক্কা দিলেন ভিনি। গত মরশুমে সব প্রতিযোগিতা মিলে ৩৯ ম্যাচে ২৪ গোল করেন ভিনিসিয়াস। সঙ্গে ১১টি অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেন। এটা তাঁর তৃতীয় লা লিগা এবং দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব। রিয়াল মাদ্রিদের সব ম্যাচই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ব্রাজিলীয় তারকা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল এবং ফাইনালে গোল করেন। বার্সিলোনার বিরুদ্ধে সুপারকোপা ফাইনালে হ্যাটট্রিক করেন। তবে ব্রাজিলের হয়ে কোপায় উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।
