আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে আরবি সলসবার্গকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রেখেছে লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচে দুটি গোল করে ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পেয়েছেন ভিনিসিয়াস। সলসবার্গের বিরুদ্ধে গোল তাঁর রিয়াল মাদ্রিদের হয়ে শততম এবং ১০১তম গোলের মাইলফলক স্পর্শ করেছে। এই দুই গোলের মাধ্যমে ক্লাব ফুটবলে অনন্য নজির গড়লেন তিনি।

 

প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়ে ভিনি জানান, ‘আমি ভাবতে পারিনি আমাকে এই ট্রফি দেওয়া হবে। ভেবেছিলাম রড্রিগো বা জুডের পাওনা ছিল। প্রথমার্ধে আমি খুব একটা ভাল খেলিনি। দ্বিতীয়ার্ধে দুটি গোল করেছে রিয়ালের হয়ে শততম গোল এসেছে আমার। রিয়াল আমার স্বপ্নের ক্লাব। এখানে থাকাটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি’। ২০২৪ সালের ব্যালন ডি অর জয়ের ব্রাজিলিয়ান তারকা। সলসবার্গের বিরুদ্ধে ম্যাচে ভিনিসিয়াস তাঁর প্রতিভা আর একবার প্রমাণ করলেন। ভিনি ছাড়াও দুটি গোল করেন রড্রিগো। একটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

 

২৩ বছর বয়সী ভিনিসিয়াস তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝে স্পষ্ট করে দেন তিনি রিয়াল মাদ্রিদেই থাকতে চান। বলেন, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। আমি এখানে থাকতে পেরে গর্বিত’। কিন্তু পরের সপ্তাহে ব্রেস্টের বিরুদ্ধে ম্যাচে ভিনিকে পাবে না রিয়াল মাদ্রিদ। কার্ড সমস্যায় মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। সলসবার্গের বিরুদ্ধে জিতেও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের অবস্থান এখনও ঝুঁকিপূর্ণ। বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে রিয়াল। যেখানে বায়ার লেভারকুসেন ১৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিতে হলে রিয়াল মাদ্রিদকে ধারাবাহিকভাবে ভাল খেলতে হবে।