আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। তার পরেও নিন্দুকরা কুলদীপ যাদবকে কটাক্ষ করেছেন উইকেট না পাওয়ার জন্য। কুলদীপের সমালোচনার পাশাপাশি বরুণ চক্রবর্তীর উচ্ছ্বসিত প্রশংসা করেন তাঁরা। এই তুলনায় বিশ্বাসী নন ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের তারকা অফস্পিনারকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, কুলদীপ নক আউটে ভাল বল করতে পারেনি।
তাঁদের একহাত নেন অশ্বিন। ইউটিউবে ভারতের প্রাক্তন অফস্পিনারকে বলতে শোনা গিয়েছে, কোনও একজনকে দরকার যার ঘাড়ে দোষ চাপানো যায়। কেউ একজন টুইট করে আমাকে লিখেছে, কুলদীপের পারফরম্যান্স ভাল নয়। আমি সত্যিই বুঝতে পারি না মানুষ কীভাবে এই ধরনের সিদ্ধান্তে পৌঁছতে পারে।
দীর্ঘ অভিজ্ঞতা থেকে অশ্বিন বলছেন, রোহিতের গেম প্ল্য়ানই ছিল বাঁ হাতি স্পিনার দিয়ে স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন ও জশ ইংলিসকে আক্রমণ করা।
সেই কারণেই প্রথমবার কুলদীপকে পাওয়ারপ্লেতে আক্রমণে এনেছিল। হেড ওকে মিড অনের উপর দিয়ে ছক্কা মারে। পাওয়ারপ্লেতে হেডকে মন্দ বল করেনি কুলদীপ।
ভারতের তারকা অফস্পিনার কুলদীপের পাশে দাঁড়িয়ে বলেন, ''বরুণ চক্রবর্তী নতুন খেলছে। বরুণ খাঁটি সোনা। তাই বলে হিরে কুলদীপ যাদবকে খাটো করলে চলবে না। ওকে হারানোও যাবে না। ওকে কেবল উইকেট সংখ্যা দিয়ে বিচার করলে চলবে না।''
