আজকাল ওয়েবডেস্ক: ভারতকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে তুললেন বৈভব সূর্যবংশী। শুক্রবার সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারায় ভারতের জুনিয়ররা। ফাইনালে বাংলাদেশের মুখোমুখি। এই নিয়ে রেকর্ড নবমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত। ২২তম ওভারে প্রবীণ মনীষার বলে ছয় হাঁকিয়ে দলকে জয়ে পৌঁছে দেন অধিনায়ক মহম্মদ আমন। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল ভারত। ১৭৪ রানের টার্গেট মাত্র ২১.৪ ওভারে তাড়া করে জেতে ভারতের জুনিয়র ব্রিগেড। আবারও জ্বলে উঠলেন বৈভব সূর্যবংশী। ৩৬ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস ১৩ বছরের বিস্ময় বালকের। আয়ুশ মাত্রের সঙ্গে ওপেনিং জুটিতে ৯১ রান যোগ করেন। এটাই জয়ের ভিত গড়ে দেয়। ২৮ বলে ৩৪ করেন আয়ুশ। ১৭০ বল বাকি থাকতে বড় জয় তুলে নেয় ভারত। ম্যাচের সেরা বৈভব। 

আইপিএলের নিলামকে কেন্দ্র করে প্রচারের আলোয় আসেন সূর্যবংশী। ১৩ বছরের ক্রিকেটারকে ১ কোটি ১০ লক্ষতে কেনে রাজস্থান রয়্যালস। তারপর থেকেই সবার নজর তাঁর দিকে। প্রথমে মুস্তাক আলি, তারপর জাতীয় জুনিয়র দলের হয়ে রান পাচ্ছেন বৈভব। ভারতকে সেমিফাইনালে তোলার পেছনেও তাঁর অবদান ছিল। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু শারুজান শানমুগানাথন (৪২) এবং লাকভিন আবেসিংঘে (৬৯) ছাড়া কেউ রান পায়নি। ৪৬.২ ওভারে ১৭৩ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ৩ উইকেট নেন চেতন শর্মা। জোড়া উইকেট কিরণ চোরমালে এবং আয়ূশ মাত্রের। জবাবে মাত্র ২১.৪ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। শুরুটা করেন বৈভব সূর্যবংশী, শেষটা মহম্মদ আমনের।