আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করে দিল ফিফা। ৩২টি ক্লাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে ক্লাব বিশ্বকাপের আসর। ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
ফিফা ক্লাব বিশ্বকাপের বল গড়াবে ১৫ জুন। ফাইনাল হবে ১৩ জুলাই। মোট ১২টি ভেন্যুতে খেলা হবে। নিউ জার্সি ছাড়াও ভেন্যু হিসেবে রয়েছে আটলান্টা, শার্লট, সিনসিনাটি, লস এঞ্জেলস, মায়ামি, ন্যাশভিল, ফিলাডেলফিয়া, সিয়াটল, ওয়াশিংটন এবং অরল্যান্ডোর দুটো স্টেডিয়াম।
ক্লাব বিশ্বকাপ প্রথম চালু হয় ২০০০ সালে। ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপে ৩২টি ক্লাব অংশ নেবে তা আগেই স্থির করা হয়েছিল। কলেবরে বাড়ছে ক্লাব বিশ্বকাপ। ইউরোপের ১২টি, দক্ষিণ আমেরিকার ৬টি, আফ্রিকা, এশিয়া, উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব অংশ নেবে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি আয়োজক দেশের।
রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের মতো দল ইউরোপের প্রতিনিধি। দক্ষিণ আমেরিকা থেকে থাকছে আর্জেন্টিনার বিখ্যাত রিভারপ্লেট, বোকা জুনিয়র্স, ব্রাজিলের ফ্লামেঙ্গো।
২০২১ থেকে ২০২৪-এর মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে, তারা ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের টিকিট জোগাড় করে ফেলেছে।
