আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্তুগিজ তারকার উদ্দেশে বিশেষ প্রশংসা বার্তা পাঠিয়েছেন তিনি।
গত নভেম্বর মাসে সৌদি ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে ওয়াশিংটন সফরে গিয়েছিলেন সিআর সেভেন। সেখান থেকে ট্রাম্পের ওভাল অফিসেও গিয়েছিলেন আল-নাসর অধিনায়ক।
সেই সাক্ষাতের কয়েক সপ্তাহ পরই রোনাল্ডোর সঙ্গে ফোনালাপের কথা প্রকাশ করেন ট্রাম্প। ট্রাম্প তাঁর পোস্টে জানান, ওয়াশিংটন ডিসি সফরের আতিথেয়তার জন্য তাঁকে ফোনে ধন্যবাদ জানিয়েছেন ৪০ বছর বয়সি পর্তুগিজ তারকা।
রোনাল্ডোকে ‘অসাধারণ অ্যাথলিট’ এবং ‘দুর্দান্ত মানুষ’ বলে উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দুনিয়ার সেরা ফুটবলার, আমাকে ফোন করে ধন্যবাদ জানালেন। তিনি শুধু মহান খেলোয়াড়ই নন, একজন অসাধারণ মানুষও। এর চেয়ে ভাল আর হয় না!’।
এমনই বার্তা পোস্ট করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৪ সালে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখেন রোনাল্ডো।
সেই সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে প্রাক মরশুম ম্যাচ খেলতে গিয়েছিলেন সেখানে। গত নভেম্বরে মার্কিন সফরে তিনি ছিলেন একটি বিশেষ ডেলিগেশনের সদস্য, যেখানে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, সৌদি ক্রাউন প্রিন্স, ইলন মাস্কসহ আরও অনেকে।
আগামী গ্রীষ্মে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আসবেন রোনাল্ডো। তবে এবার কোনও আতিথেয়তা না আমন্ত্রণ রক্ষা নয়, তিনি আসবেন ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে পর্তুগাল দলের সঙ্গে।
২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে মায়ামিকে বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে পর্তুগাল। বর্তমান উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়নরা গ্রুপ কে-তে পড়েছে কলম্বিয়া, উজবেকিস্তান এবং কঙ্গো ডিআর/জামাইকা/নিউ ক্যালেডোনিয়ার মধ্যে যেকোনো একটি প্লে-অফ দলের বিরুদ্ধে।
পর্তুগাল তাদের প্রথম দুই ম্যাচ খেলবে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ১৭ এবং ২৩ জুন। এরপর ২৭ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তাঁরা মুখোমুখি হবে কলম্বিয়ার।
কেরিয়ারের ছ’নম্বর এবং শেষ বিশ্বকাপে পা রাখতে যাচ্ছেন রোনাল্ডো। ২০০৬ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। সিআর সেভেন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, বয়সের কারণে এটাই হবে তাঁর শেষ বিশ্বকাপ অভিযান।
