আজকাল ওয়েবডেস্ক: মিটল মনোমালিন্য। আবার কোচের পদে ফিরছেন আন্দ্রে চের্নিশভ। ইনভেস্টর বাঙ্কারহিল এবং শ্রাচী গ্রুপের সঙ্গে আলোচনার পর পদত্যাগ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন রুশ কোচ। তাঁর তিন মাসের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চের্নিশভকে আবার কোচের পদে ফেরাতে প্রধান ভূমিকা নেন বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক সিং। ক্লাবের সঙ্গে ইনভেস্টরদের সমস্যাও অনেকটা মিটে গিয়েছে। শেয়ার হস্তান্তরের প্রক্রিয়াও শীঘ্রই শুরু হয়ে যাবে। এটা হয়ে গেলেই কোচ এবং প্লেয়ারদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে।
বুধবার পদত্যাগ করেন চের্নিশভ। সঙ্গে সঙ্গেই হোটেল ছাড়েন। দোহা হয়ে মস্কোর উদ্দেশে পাড়ি দেন রুশ কোচ। বৃহস্পতিবার রাতের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। অর্থাৎ, শনিবারের মিনি ডার্বিতে কোচের হিটসিটে থাকবেন না চের্নিশভ। পরের ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না। দুই ম্যাচে কোচের ভূমিকা পালন করবেন তাঁর ডেপুটি মেহরাজ। তবে রুশ কোচকে ফেরানো নিয়ে মতবিরোধ মহমেডান কোচ এবং কর্তাদের মধ্যে। বৃহস্পতিবার ক্লাবতাঁবুতে সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার আগেই প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে দেয় শ্রাচী গ্রুপ। সেই নিয়ে চটে যান কর্তারা। শীর্ষকর্তা কামারউদ্দিন বলেন, 'এটা কি পিকনিক করার জায়গা? যখন ইচ্ছে চলে যাবে, যখন ইচ্ছে চলে আসবে? ডার্বির মতো ম্যাচে থাকবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই কোচকে ফিরিয়ে আনা হবে কিনা।' আনুষ্ঠানিকভাবে চের্নিশভকে ফিরিয়ে আনার কথা জানানো হলেও, কর্তা-ইনভেস্টর মতপার্থক্যের জেরে শেষপর্যন্ত কি হবে বোঝা যাচ্ছে না।
