আজকাল ওয়েবডেস্ক: কন্যাশ্রী কাপের বি ডিভিশনের প্রথম ম্যাচে ওয়াকওভার পেল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। কলকাতা লিগের প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশনে খেলার ছাড়পত্র সংগ্রহ করার পর এদিন মেয়েদের ফুটবলে হাতেখড়ি ছিল ইউকেএসসির। সোমবার দুপুর দেড়টা থেকে ব্যারাকপুরের বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে বিদ্যুৎ এসসির বিরুদ্ধে ম্যাচ ছিল। নির্ধারিত সময় মতো মাঠে পৌঁছে যায় ইউকেএসসির মেয়েদের দল। ম্যাচে নামার জন্য তৈরি ছিল। কিন্তু আঠারোজনের দলের তালিকা জমা দিতে পারেনি প্রতিপক্ষ বিদ্যুৎ এসসি। যার ফলে কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওয়াকওভার দেওয়া হয় ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে। অর্থাৎ, নিয়ম অনুযায়ী তিন পয়েন্ট পাবে ইউকেএসসি। তবে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইএফএ।
বাংলার ফুটবলে নতুন জোয়ার এনেছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। চলতি বছরের এপ্রিলে আত্মপ্রকাশ ঘটে এই নতুন ক্লাবের। পথ চলা শুরু করে প্রথম বছরই চ্যাম্পিয়ন। এই নজির কলকাতার অন্য কোনও ক্লাবের নেই। ছেলেদের দলের সাফল্যের পর এবার অভিষেক বছরেই কন্যাশ্রী বি ডিভিশন জেতার লক্ষ্য ইউকেএসসির মেয়েদের। ট্রায়ালের মাধ্যমে ফুটবলার বেছে নেওয়া হয়। ছেলেদের এবং মেয়েদের ফুটবলে নতুন প্রতিভা তুলে আনাই প্রাথমিক লক্ষ্য ইউকেএসসির।
