আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে বর্ডার গাভাসকার ট্রফি। অস্ট্রেলিয়ার পারথে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। এই হাইভোল্টেজ সিরিজকে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনার পারদ তুঙ্গে। সিরিজ জিততে মরিয়া দুই দলই গত সপ্তাহ থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে। প্রথম টেস্টের আগে সামনে এসেছে গোটা টেস্ট সিরিজের আম্পায়ার এবং ধারাভাষ্যকারদের তালিকাও। জানা গিয়েছে, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্টের অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটেলব্রো এবং ক্রিস গ্যাফনি।

 

 

থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ, এবং স্যাম নোগাজস্কি থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। শুধু তাই নয়, সামনে এসেছে প্রথম টেস্টের জন্য কমেন্ট্রি প্যানেলও। হিন্দি ধারাভাষ্যে থাকবেন রবি শাস্ত্রী, ওয়াসিম আক্রম, চেতেশ্বর পূজারা, সুনীল গাভাসকার, সঞ্জয় মঞ্জরেকর, যতীন সাপ্রু এবং দীপ দাশগুপ্ত। ইংরেজি ধারাভাষ্যে থাকবেন রবি শাস্ত্রী, সুনীল গাভাসকার এবং ওয়াসিম আক্রম। তাঁদের সঙ্গে যোগ দেবেন মার্ক নিকোলাস, ম্যাথিউ হেডেন, মুরলি বিজয় এবং রাসেল আর্নল্ড। শুধু প্রথম টেস্ট নয় গোটা বর্ডার গাভাসকার ট্রফি সিরিজ জুড়েই ধারাভাষ্যের দায়িত্বে থাকবে এই প্যানেলই।