আজকাল ওয়েবডেস্ক: ঢাকায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বিপত্তি। মাঠেই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে দুই দেশের ক্রিকেটাররা। পিচের মাঝেই অশান্তি চরমে পৌঁছয়। ব্যাট করছিল বাংলাদেশ। রিপন মণ্ডলের সঙ্গে প্রোটিয়া পেসার শেপো নাতুলির তর্কাতর্কি থেকেই ঝামেলার সূত্রপাত। তারপর বাকিরাও তাতে যোগ দেয়। ঝামেলা হাতাহাতি, ধাক্কাধাক্কির পর্যায় চলে যায়। এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে রিপোর্ট জমা দেবেন আম্পায়াররা। তারপরই পদক্ষেপ নেওয়া হবে। নাতুলির বলে ছয় মারায় ব্যাটারকে চোখ রাঙায় প্রোটিয়া পেসার। তারপর ক্রিজের অপর প্রান্তে থাকা ব্যাটারের দিকে রিপন এগিয়ে যাওয়ার সময়, তেড়ে আসেন নাতুলি। সরাসরি তাঁকে ধাক্কা দেন। আম্পায়ারের হস্তক্ষেপ সত্ত্বেও একাধিকবার রিপনের হেলমেট টেনে খোলার চেষ্টা করেন নাতুলি। দক্ষিণ আফ্রিকা দলের বাকিরাও ঝামেলায় জড়িয়ে পড়ে। 

দু'জনের মধ্যে কোনও কথা কাটাকাটি হয়েছে কিনা জানা যায়নি। ঘটনার তিনটে বল পর, বল রিপনের দিকে ছুঁড়ে মারেন প্রোটিয়া পেসার। যার থেকে কোনওক্রমে বাঁচেন বাংলাদেশের ব্যাটার। ধারাভাষ্যকার নাবিল কাইসার বলেন, 'এটা অস্বাভাবিক ঘটনা। মানা যায় না। প্রায়ই আমরা ক্রিকেট মাঠে কথা কাটাকাটি দেখি। কিন্তু এরকম মারামারি দেখে অভ্যস্ত নয়।' বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে রিপোর্ট জমা দেবে আম্পায়াররা। তারপরই পদক্ষেপ নেওয়া হবে।