আজকাল ওয়েবডেস্ক: এমসিজিতে পঞ্চম দিন ঋষভ পন্থকে আউট করার পর একটি বিশেষ সেলিব্রেশন করেন ট্রাভিস হেড। যা দেখে অবাক হয়ে যায় ক্রিকেট পণ্ডিত থেকে ফ্যানরা। তাঁর আচরণকে অশালীন বলা হয়। সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। সতীর্থের পাশে দাঁড়ান প্যাট কামিন্স। তাঁর সেলিব্রেশনের ব্যাখ্যা দেন। কিন্তু নিশ্চুপ ছিলেন হেড। মেলবোর্ন টেস্ট জয়ের ২৪ ঘণ্টা পর এই বিতর্কিত সেলিব্রেশন নিয়ে মুখ খোলেন। একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হেড বলেন, 'বরফের মধ্যে আঙুল। আমি এটা শ্রীলঙ্কাতে শুরু করেছিলাম। আমি নিজের আঙুল বরফে ডোবানোর পর আবার বল করার জন্য তৈরি ছিলাম।' অজি তারকার দাবি, পন্থকে আউট করার পর সেটাই বোঝাতে চেয়েছিলেন। হেড জানান, মেলবোর্নে তাঁকে বল করতে হবে ভাবেননি। তিনি ভেবেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে তাঁকে আবার বল করতে হবে। এই প্রসঙ্গে মশকরা করে হেড বলেন, 'আমি ভাবিনি আমাকে এমসিজিতে বল করতে হবে। ভেবেছিলাম এরপর সরাসরি গলে বল করতে হবে। আমি এক কাপ বরফে আমার আঙুল ডুবিয়ে পরের বোলিংয়ের জন্য তৈরি থাকব।' আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নিয়ে মজা করে এমন বলেন অজি তারকা।
সোমবার সাংবাদিক সম্মেলনেও সতীর্থের হয়ে সওয়াল করেন কামিন্স। হেডের হয়ে ব্যাখ্যা দেন। কামিন্স বলেন, 'আমি এটা বিস্তারিতভাবে জানাতে পারি। ও বলতে চেয়েছে, ওর আঙুল এত গরম, এক কাপ বরফে ডোবাতে হবে। ও এটাই বোঝাতে চেয়েছে। আমাদের এখানে মশকরা করে এটাই বলা হয়। এর আগেও কোথাও একটা উইকেট পাওয়ার পর সরাসরি ফ্রিজ থেকে বরফ বের করে তাতে আঙুল চুবিয়ে নাথান লিয়নের সামনে দিয়ে হেঁটে যায় হেড। খুবই মজার ঘটনা।' তবে অনেকেই হেডের এই আচরণ ভালভাবে নেয়নি। তাঁকে জরিমানা করার দাবি তোলেন প্রাক্তন ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধু।
