আজকাল ওয়েবডেস্ক:‌ ১৭ বছরের ট্রফি খরা কাটল টটেনহাম হটসপারের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা ইউরোপা লিগ ঘরে তুলল তারা। খেলার একমাত্র গোলটি করেন ওয়েলস ফরোয়ার্ড ব্রেনান জনসন। ৪২ মিনিটের একমাত্র গোলই ম্যাচে ফাড়াক গড়ে দেয়।


ফাইনালে হারের ফলে গত কয়েক মরসুমের মতো এই মরসুমেও ট্রফিহীন থাকল রেড ডেভিলসরা। স্পার্স ম্যানেজার অ্যাঞ্জে পোস্টেকোগ্লোর এটি প্রথম কোনও ইউরোপীয় ট্রফি জয়। এই জয়ের ফলে আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করল টটেনহাম। 


২০০৮ সালে শেষবার কোনও ট্রফি জিতেছিল টটেনহাম। তারপর ফের তাদের ঘরে ট্রফি ঢুকল ২০২৫ সালে। আর ম্যান ইউ?‌ ইপিএলে তাদের স্থান এবার ১৬ নম্বরে। ঠিক একধাপ নিচে রয়েছে টটেনহাম। ইপিএলে শেষের দিকে থাকা দুই দলের ফাইনাল নিয়ে অবশ্য উত্তেজনা ছিল যথেষ্টই। কিন্তু ম্যাচে সেভাবে নিজেদের মেলে ধরতে পারল কই রেড ডেভিলসরা। উল্টে ৪২ মিনিটে গোল খেয়ে হতোদ্যম হয়ে পড়া। দ্বিতীয়ার্ধে ফেরার চেষ্টা করলেও সফল হয়নি। জমাট রক্ষণ রেখে ম্যাচ জিতে নেয় টটেনহাম। এই হারের ফলে আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ হাতছাড়া করল ম্যান ইউ।