আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানির ঘর ভাঙলেন কাব্য মারান। আইপিএলের পরেই প্রকাশ্যে এল সেই খবর।
দক্ষিণ আফ্রিকা ২০র জন্য এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে কাব্য মারানের দল সানরাইজার্স ইস্টার্ন কেপ। চলতি বছরের শেষের দিকে বা নতুন বছরের গোড়ার দিকে বল গড়াবে এই টুর্নামেন্টের। সানরাইজার্স ইস্টার্ন কেপ দু'বারের এস২০ খেতাব জয়ী। গত বছর রানার্স আপ হিসেবে শেষ করেছে। নীতা আম্বানির দল মুম্বই ইন্ডিয়ান্স কেপ টাউনের কাছে অল্পের জন্য হেরে গিয়েছে।
গতবার হেরে গেলেও নীতা আম্বানিকে এবার টেক্কা দিয়ে গেলেন কাব্য মারান। আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফরকে কাব্য মারানের দল ছিনিয়ে নিল নীতা আম্বানির কাছ থেকে।
কাব্য মারানের সান গ্রপের একাধিক দল রয়েছে টি-টোয়েন্টি লিগে। এসএ২০, দ্য হান্ড্রেড এবং আইপিএলে খেলে কাব্য মারানের দল। টি-টোয়েন্টি ক্রিকেটে গজনফর সাড়া জাগানো নাম। তাঁকেই দলে নিয়ে চমকে দিল সানরাইজার্স ইস্টার্ন কেপ।
সানরাইজার্স হায়দরাবাদ এবার ভাল দল গড়েও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে এসএ ২০-তে ভাল পারফরম্যান্স তুলে ধরার জন্য মরিয়া তারা। সেই কারণেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে কাব্যর দল।
