আজকাল ওয়েবডেস্ক: দুই ম্যাচের দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন ভারতীয় টেস্ট দলে থাকা এক সদস্য ছুটির আবেদন করেছেন বলে জানা গিয়েছে। বিয়ের জন্য ছুটি চেয়েছেন বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব।

নভেম্বরের শেষ সপ্তাহেই তাঁর বিয়ে হওয়ার কথা। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কুলদীপের ছুটি মঞ্জুর করার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঠিক করবে তাকে কবে প্রয়োজন হবে।

বিসিসিআই–এর এক সূত্র জানিয়েছে, ‘কুলদীপের বিয়ে নভেম্বরের শেষ সপ্তাহে। টিম ম্যানেজমেন্ট আগে বুঝে নেবে তাঁকে কখন প্রয়োজন পড়বে দলের। তারপরই ছুটির দিন চূড়ান্ত করা হবে।’

বর্তমানে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের একাদশে রয়েছেন কুলদীপ। প্রথম ইনিংসে উইকেটও নিয়েছেন তিনি। প্রথম টেস্টের প্রথম দিনে ১৫৯ রানে অলআউট হয় সফরকারী দল দক্ষিণ আফ্রিকা।

৩০ বছর বয়সি কুলদীপ চলতি বছরের জুনে তাঁর শৈশবের বন্ধুর সঙ্গে বাগদান সেরেছিলেন। চলতি বছরের মাঝামাঝি তাদের বিয়ে হওয়ার কথা ছিল। 

কিন্তু ভারত–পাকিস্তান উত্তেজনা এবং পহেলগাঁও আতঙ্কবাদী হামলার কারণে আইপিএল স্থগিত হয়ে পুনরায় শুরু হওয়ায় বিয়ের তারিখ পিছিয়ে যায়। দ্বিতীয় টেস্টে (২২ নভেম্বর, গুয়াহাটি) তিনি খেলবেন কি না, তা এখনও নিশ্চয় নয়।

তবে ধারণা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের কোনও একটি অংশে বিশেষ করে সীমিত ওভারের ম্যাচগুলো তিনি মিস করতে পারেন। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ওয়াইট–বল সিরিজেও কুলদীপ দলের অংশ ছিলেন।

তবে তাকে আগেই ছেড়ে দেওয়া হয় এবং দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিপক্ষে ভারত ‘এ’–র হয়ে দ্বিতীয় বেসরকারি টেস্ট খেলতে পাঠানো হয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য কুলদীপের প্রস্তুতির উদ্দেশ্যে।

গত কয়েক বছরে টেস্ট দলে আসা–যাওয়া করেছেন কুলদীপ। বিশেষ করে তাঁর ব্যাটিং দক্ষতার কারণে দল ব্যাটিং গভীরতা বাড়াতে চাইলে তিনি বাদ পড়েছেন। তবুও ভারতের অন্যতম নির্ভরযোগ্য রিস্ট–স্পিনার হিসেবে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।