আজকাল ওয়েবডেস্ক: টি-২০ ক্রিকেটে ভুবনেশ্বর কুমারের রেকর্ড ভাঙার মুখে অর্শদীপ সিং। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে একটি ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে ভুবির। ২০২২ সালে এক বছরে ৩৭ উইকেট নেন ভারতীর পেসার। টি-২০ তে একজন ভারতীয় বোলারের ক্ষেত্রে যা সর্বোচ্চ। তারমধ্যে রয়েছে মেন্স টি-২০ এশিয়া কাপের সুপার ফোর পর্বে দুর্দান্ত পারফরম্যান্স। ডেথ ওভারের স্পেশালিস্ট। এবার ভুবনেশ্বরকে ছুঁয়ে ফেলার হাতছানি অর্শদীপের সামনে। অল্প সময়ের মধ্যে দারুণ উন্নতি করেছেন। চাপের মুখে উইকেট তোলার আলাদা দক্ষতা রয়েছে তাঁর। ২০২২ সালে ভুবিকে প্রায় ছুঁয়ে ফেলেছিলেন। মাত্র চার উইকেট কম ছিল অর্শদীপের। তাঁর উইকেট সংখ্যা ৩৩। গড় ১৮.১২। ইকোনমি রেট ৮.১৭।
চলতি বছর আরও একটি বেঞ্চমার্ক সেট করার সুযোগ থাকছে ভারতের তরুণ পেসারের সামনে। দু'বছর আগে যা পারেননি, এবার তার হাতছানি থাকছে। চলতি বছর টি-২০ তে ১৪ ম্যাচে ২৮ উইকেট তুলে নিয়েছেন। ইকোনমি ৭.১৪। টি-২০ বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাত্র ৯ রানে ৪ উইকেট তুলে নেন। ভারতের বিশ্বজয়ের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা নেন। সর্বোচ্চ উইকেট শিকারি হন। ভুবনেশ্বরকে ছাপিয়ে যেতে আর ১০ উইকেট দরকার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে অংশ নেবেন অর্শদীপ। চার ম্যাচের সিরিজ। ৮ নভেম্বর ডারবানে প্রথম ম্যাচ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল।
