আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টনে তৃতীয় দিন বাইশ গজে উত্তেজনার শেষ ছিল না। উত্তাপ ছিল মাঠের বাইরেও। বরং, আরও বেশি উত্তেজনা সৃষ্টি হয় ধারাভাষ্যকারদের মধ্যে। হ্যারি ব্রুক, জেমি স্মিথদের প্যাভিলিয়নে ফেরানোর জন্য একদিকে যখন ঘাম ঝড়ান সিরাজ, আকাশ দীপরা, তেমনই একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাতেন রবি শাস্ত্রী, দীনেশ কার্তিক এবং কুমার সাঙ্গাকারারা। কিসের প্রতিযোগিতা? সবচেয়ে ভাল পোশাকের ধারাভাষ্যকার। বেছে নিতে বলা হয় দর্শকদের। এই নিয়ে মজার আলোচনায় মাতেন ধারাভাষ্যকাররা নিজেরাই। প্রথমেই নাসের হোসেনের দিকে তীর ছোড়েন মাইকেল আর্থারটন। ড্রেস কোড ভাঙা নিয়ে প্রশ্ন তোলেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের ক্যাজুয়াল ফ্যাশন সেন্স নিয়ে আর্থারটন বলেন, 'থ্রি কোয়ার্টার জিপ টপে তুমি। জ্যাকেট না পরে ড্রেস কোড ভেঙে ফেলেছো। অবিশ্বাস্য।' 

প্রাক্তন সতীর্থের মন্তব্যের মজাদার জবাব দেন নাসের। তিনি পাল্টা বলেন, 'ভোটের রেজাল্ট চলে এসেছে। একদম তলানিতে মাইকেল আর্থারটন। একটা শার্ট, যা ইস্তিরি করা নেই। শেষ থেকে দ্বিতীয় ইয়ান ওয়ার্ড। নীচের দিক থেকে তৃতীয় স্থানে আমি। মার্ক বাউচার আরও নীচে নেমে গিয়েছে। তারপর রয়েছে ব্রড। তবে তাঁর থেকে এগিয়ে কুমার সাঙ্গাকারা।' দীনেশ কার্তিককে রানার্স আপ তকমা দেওয়া হয়েছে। স্ট্রাইপ শার্টের জন্য একনম্বর স্থান দখল করতে পারেনি। রবি শাস্ত্রীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। নাসের হোসেন বলেন, 'সাদা জ্যাকেট পরে সবাইকে প্রতিযোগিতায় পেছনে ফেলে দিয়েছে। রবি শাস্ত্রী একনম্বর। ভাল খেলেছো, রবি।' স্টুয়ার্ট ব্রড, কুমার সাঙ্গাকারাদের মতো কমবয়সী প্রাক্তনীদের হারিয়ে এই পুরস্কার জিতে নেওয়ায় অনেকেই অবাক। মজার ছলে ব্রড বলেন, 'সমস্যা হল, এটা বিচার করার দায়িত্বে একমাত্র নাসের ছিল।'