আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে আইপিএলের নিলাম। ১৬ ডিসেম্বর আবু ধাবিতে হবে এই মিনি নিলাম। 

আইপিএল নিলামের কথা মাথায় রেখে  মোট ১৩৯০ ক্রিকেটার নাম দিয়েছিলেন। চূড়ান্ত তালিকা এখনও ঘোষণা করেনি। 

বিসিসিআই হাজারের বেশি নাম বাদ দিয়েছে। নিলামের জন্য ৩৫০ জনের নাম নিশ্চিত করা হয়েছে 

এই সাড়ে তিনশো ক্রিকেটারেরর মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। 

এবার ৭৭টি ফাঁকা স্লট রয়েছে। বিদেশি খেলোয়াড়দের জন্য ৩১টি জায়গা রয়েছে। 

কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতে রয়েছে ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা। নাইটরা এখনও ১৩ জন ক্রিকেটার দলে নিতে পারে। তার মধ্যে ৬ জন বিদেশি। 

২০২৪ সালে আইপিএল নিলামের আসর বসেছিল দুবাইয়ে। সেই প্রথম। এরপর ২০২৫ আইপিএলের আগে দু’‌দিনের মেগা নিলাম হয়েছিল জেড্ডায়। সেটা ২০২৪ সালের নভেম্বরে। এবার নিলামের আসর বসবে আবুধাবিতে। 

একঝাঁক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারিত হবে। অন্যান্য মিনি নিলামের মতো এবারও একদিনেই শেষ হবে নিলাম প্রক্রিয়া।