আজকাল ওয়েবডেস্ক: খুব সম্ভবত মঙ্গলবার ১৯ আগস্ট ঘোষিত হবে এশিয়া কাপের দল। বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শুভমান গিল দলে থাকবেন কিনা তা নিয়ে একটা জল্পনা রয়েছে। আর যদি থাকেন তবে তিনি সহ অধিনায়ক হবেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। রিঙ্কু সিংয়ের দলে থাকা নিয়েও রয়েছে প্রশ্ন।
সূত্রের খবর, অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক প্যানেল দল নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। অনেকেই বলছেন, রিঙ্কু সিংয়ের স্কোয়াড থেকে বাদ পড়ার সম্ভাবনার কথা। তাঁকে দলে নেওয়া হবে কি না, তা নিয়ে নাকি দ্বিধায় রয়েছেন নির্বাচকমণ্ডলীর অনেকেই।
কয়েক বছর আগে আইপিএলে যশ দয়ালের ওভারে টানা পাঁচটি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে প্রচারের আলোয় চলে এসেছিলেন রিঙ্কু। তাঁকে ভারতীয় দলে একজন ফিনিশার হিসেবেই দেখা হত। তবে, টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা না পাওয়ার পর থেকে রিঙ্কুর কেরিয়ারের গ্রাফ কিছুটা নিম্নগামী। প্রসঙ্গত, আলিগড়ের এই ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যাওয়া হয়েছিল।
আরও পড়ুন: অজি ক্রিকেটের কিংবদন্তি বব সিম্পসন প্রয়াত
২০২৪ সালের আইপিএলে মাত্র ১১৩ বল খেলার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু। এমনকী গত আইপিএলেও পরিস্থিতির খুব একটা বদল হয়নি। খেলেছিলেন মাত্র ১৩৪ বল। মজার বিষয় হল, ২০২৪ সালে গম্ভীরই ছিলেন কেকেআরের মেন্টর। সেই গম্ভীর এখন টিম ইন্ডিয়ার হেড কোচ। সেই কারণে রিঙ্কুতে কতটা আস্থা রাখবেন তিনি, তা নিয়ে সন্দেহ রয়েছে। সেই কারণেই আগ বাড়িয়ে বলা যাচ্ছে না যে, আসন্ন এশিয়া কাপ কিংবা আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে রিঙ্কু অটোমেটিক চয়েজ।
সূত্রের খবর, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (ব্যাটার–কিপার), তিলক বর্মা, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া প্রথম পাঁচ ব্যাটার হিসেবে থাকবেন এশিয়া কাপের দলে। অন্যদিকে, শুভমান গিল, যশস্বী জয়েসওয়ালরাও ফের টি–টোয়েন্টি দলে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে প্রথম একাদশে রিঙ্কুর জায়গা বেশ টলমলই মনে হচ্ছে। তাছাড়াও দলে থাকবেন শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটার। এই পরিস্থিতিতে এক প্রাক্তন জাতীয় নির্বাচক পিটিআইকে বলেছেন, ‘আমি অন্তত রিঙ্কুর জায়গা পাকাপোক্ত দেখছি না।’ অনেকেই আবার মনে করছেন, রিঙ্কুর থেকে শিবম দুবে অনেক ভাল বিকল্প। প্রয়োজনে বল করার মতো দক্ষতাও রয়েছে তাঁর। রিঙ্কু দলে থাকবেন কি থাকবেন না তা জানতে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
এদিকে, ভারত–ইংল্যান্ড সিরিজের পর বর্তমানে ছুটিতে ভারতীয় ক্রিকেটাররা। সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। ১৯ আগস্ট আসন্ন টুর্নামেন্টের জন্য মুম্বইয়ে দল বাছা হবে। বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরু থেকে মুম্বই উড়ে যাবেন সূর্যকুমার যাদব। স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব সারছেন ভারতের টি–২০ অধিনায়ক। নেটে ব্যাট করা শুরু করে দিয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে, এশিয়া কাপের অধিনায়ক থাকবেন সূর্য। বোর্ডের এক সূত্র বলেন, ‘১৯ আগস্ট মুম্বইয়ে এশিয়া কাপের দল নির্বাচন হবে। নির্বাচক কমিটির বৈঠকের পর মুখ্য নির্বাচক অজিত আগরকার সাংবাদিক সম্মেলন করবেন।’
