আজকাল ওয়েবডেস্ক: অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। সেই জয়ের জন্য তারকা ক্রিকেটার গঙ্গাদি তৃষাকে ১ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডি।
এদিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে জুবিলি হিলসে সাক্ষাৎ করেন গঙ্গাদি তৃষা। তিনি তারকা ক্রিকেটারকে শুভেচ্ছা জানান। আগামিদিনে দেশের হয়ে আরও খেতাব জেতার জন্যও শুভেচ্ছা জানান তিনি।
বিশ্বকাপে তৃষা সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩০৯ রান করেন তিনি। ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টিতে বিশ্বজয়। ফাইনালের ও টুর্নামেন্টের সেরা হয়েছেন গঙ্গাদি তৃষা।
ব্যাট ও বল হাতে তৃষার দুরন্ত পারফরম্যান্স। ১৫ রানে ৩ উইকেট নেন তিনি। ওপেন করতে নেমে ৪৪ রানে অপরাজিত থেকে যান।
ভারতের বিশ্বজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন গঙ্গাদি তৃষা। প্লেয়ার অফ দ্য ম্যাচ ও প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার পরে কিছুক্ষণ নির্বাক হয়েছিলেন তিনি। এই পুরস্কার তিনি উৎসর্গ করলেন তাঁর বাবাকে। তৃষা বলেন, ''বাবা মানে আমার কাছে সব। এই মুহূর্তে অনেককিছুই বলতে পারব না। আমাকে সব সময়ে সাপোর্ট করার জন্য ধন্যবাদ সবাইকে। বাবাকে এই জয, এই পুরস্কার উৎসর্গ করছি। বাবা এখানে রয়েছে। বাবা সব সময়ে আমাকে একজন অলরাউন্ডার বলে মনে করে। দেশের হয়ে খেলা উদ্দেশ্য এবং যত বেশি সম্ভব ম্যাচ জেতা।''
কুয়ালা লামপুরে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮২ রানে শেষ হয়ে যায়। প্রোটিয়া ব্রিগেডের রান তাড়া করতে নেমে ভারতীয় দল ১১.২ ওভারেই ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে।
এবার নিয়ে টানা দ্বিতীয়বার খেতাব জিতল ভারত। প্রথমবার শেফালি ভার্মার নেতৃত্বে জিতেছিল ভারতীয় দল। এবার দলের ক্যাপ্টন নিকি প্রসাদ।
