আজকাল ওয়েবডেস্ক:‌ শুভমান গিলদের বাংলাদেশ সফরের সূচি অবশেষে ঘোষিত হল। এই সিরিজ ২০২৫ সালে হওয়ার কথা ছিল। কিন্তু তখন বাংলাদেশে অশান্তির কারণে সেই সিরিজ স্থগিত হয়ে যায়। সেই সিরিজটি হবে এই বছর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ইতিমধ্যে ভারত সফরের দিন জানিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, ভারত কি শেষ পর্যন্ত যাবে? কারণ বাংলাদেশের পরিস্থিতি যে এখনও স্বাভাবিক নয়।


বাংলাদেশে গিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজ ও সমসংখ্যক টি–২০ ম্যাচের সিরিজ রয়েছে। ভারতীয় দলের ২৮ আগস্ট বাংলাদেশ সফরে যাওয়ার কথা। তিনটি একদিনের ম্যাচ হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। আর তিনটি টি–২০ ম্যাচ হওয়ার কথা ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘‌যে সিরিজটা আগে বাতিল হয়েছে, এবছর সেই সিরিজটা হবে। এবছর আমরা সারা বছরজুড়ে দেশে অনেক ক্রিকেট ম্যাচ দেখতে পারব। কোথায় ম্যাচগুলো হবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে।’‌ 


তবে শুধু ভারত নয়। চলতি বছরে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজও বাংলাদেশে খেলতে যাবে।


যেমন পাকিস্তানের বাংলাদেশ সফরে যাওয়ার কথা ৯ মার্চ। ১২ থেকে ১৬ মার্চের মধ্যে খেলবে তিনটি একদিনের ম্যাচ। নিউজিল্যান্ডের আবার সফর এপ্রিল–মে মাসে। হবে তিনটি একদিনের ম্যাচ ও সমসংখ্যক টি–২০। ১৭ এপ্রিল থেকে শুরু হবে একদিনের সিরিজ। আর টি–২০ সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল থেকে। সফর শেষ ২ মে। এরপর পাকিস্তান ফের যাবে বাংলাদেশে দুই টেস্টের সিরিজ খেলতে। প্রথম টেস্ট ৮–১২ মে। দ্বিতীয় টেস্ট ১৬–২০ মে। 


আবার অস্ট্রেলিয়া যাবে তিন ম্যাচের ওয়ানডে ও সমসংখ্যক ম্যাচের টি–২০ খেলতে। একদিনের সিরিজ শুরু হওয়ার কথা ৫ জুন থেকে। আর টি–২০ ম্যাচগুলি হওয়ার কথা ১৫–২০ জুনের মধ্যে।


এরপর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ সফরে। খেলবে দুটি টেস্ট। প্রথম টেস্ট হওয়ার কথা ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর অবধি। দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ৫–৯ নভেম্বর। আবার শ্রীলঙ্কা এ দলেরও মে মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা।  

তবে এটা ঘটনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূচি ঘোষণা করলেও ভারতীয় ক্রিকেট দল আদৌ দল পাঠাবে কিনা তা কিন্তু নিশ্চিত নয়।