আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৬ বছর বয়সেই ব্রিটেনে আলোড়ন তুলেছেন বঙ্গকন্যা তামান্না সাহা। একদিকে পড়াশোনায় অনন্য কৃতিত্ব, অন্যদিকে খেলাধূলায় উজ্জ্বল পারফরম্যান্সের মেলবন্ধনে সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি। জানা গিয়েছে, সম্প্রতি ২০২৫ সালের কেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপে যোগ দিয়ে তিনি দাপটের সঙ্গে কোয়ালিফায়ার রাউন্ড পার করে পৌঁছে যান কোয়ার্টার ফাইনালে। একের পর এক ওপরের দিকের ব়্যাঙ্কে থাকা খেলোয়াড়দের হারিয়ে চমকে দেন তিনি। যদিও শেষ পর্যন্ত টুর্নামেন্টের শীর্ষ বাছাই ঝ্যাংয়ের কাছে হেরে তাঁর অভিযান থামে। তবে তামান্নার এই পারফরম্যান্সেই বিশেষজ্ঞরা মনে করছেন, সামনে তাঁর জন্য আরও বড় সাফল্যের দরজা খোলা রয়েছে। সম্প্রতি জিসিএসই পরীক্ষায় অসাধারণ ফলাফলের ভিত্তিতে তামান্না ভর্তি হয়েছেন খ্যাতনামা চ্যাথাম হাউস ও ক্ল্যারেনডন গ্রামার স্কুলে।
খেলার পাশাপাশি, শিক্ষাক্ষেত্রে তাঁর এই সাফল্য ইতিমধ্যেই ব্রিটেনের ভারতীয় প্রবাসী সমাজে ছড়িয়ে পড়েছে। মাত্র ১৬ বছর বয়সে পড়াশোনা ও খেলাধূলাকে একসঙ্গে সামলানোর ক্ষমতা তামান্নাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি ইতিমধ্যেই দেশের এবং প্রবাসের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠছেন। মাত্র ১৬ বছর বয়সে টেনিস কোর্ট থেকে শুরু করে পড়াশোনায় ভাল ফল করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তামান্না। এর আগে বিশ্বের চতুর্থ প্রাচীনতম ঘাসের কোর্ট টেনিস ক্লাবে অনুষ্ঠিত ওয়ালমার ওপেনে ওয়াইল্ডকার্ড এন্ট্রি পেয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন তমন্না। পথে তিনি চমকে দেন চতুর্থ ও পঞ্চম বাছাই খেলোয়াড়কে হারিয়ে। যদিও শেষ পর্যন্ত সেমিফাইনালে হেরে তাঁর অভিযান থামে। তবে এই সাফল্য তাঁকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। একইসঙ্গে মারগেট ক্লাবের মহিলা টেনিস দলকে নেতৃত্ব দিয়ে কেন্ট সামার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করান তিনি।
দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য হয়েও লিগে সবকটি ম্যাচ জেতেন তামান্না—নয়টির মধ্যে নয়টিতেই জয় তুলে নেন, যা এক বিরল সাফল্য। শুধু তাই নয়, মর্যাদাপূর্ণ মারগেট ওপেনের উইমেন্স সিঙ্গলস ফাইনালও জিতে নেন এই কিশোরী প্রতিভা। মার্শাল আর্ট অনুশীলনে দুর্ঘটনার পর জরুরি বিভাগে ভর্তি হতে হলেও সকলের মন জিতে নেন তিনি। মাত্র একদিন পরই মারগেট ক্লাবের হয়ে নেমে ম্যাচ জিতে নেন। শুধু খেলাধূলাতেই নয়, শিক্ষাক্ষেত্রেও সমান পারদর্শী তামান্না। এর আগে ভারতের অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (AITA) অনূর্ধ্ব-১২ বিভাগে তাঁর সর্বোচ্চ ব়্যাঙ্কিং ছিল ৭৮। সবচেয়ে বড় চমক, মাত্র ১৬ বছর বয়সেই তামন্না এখন লন্ডনের কেন্ট প্রিমিয়ার লিগের মালিকানা গ্রহণ করেছেন। ফলে টেনিস কোর্টের ভেতরে ও বাইরে সমানভাবে নিজের প্রতিভার পরিচয় দিচ্ছেন তিনি। খেলাধুলা, পড়াশোনা এবং উদ্যোক্তা হিসেবে একসঙ্গে সাফল্যের নজির গড়ে বাংলার কন্যা শুধু রাজ্যের নয়, সমগ্র দেশের তরুণ প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা।
