আজকাল ওয়েবডেস্ক: দশদিন পর শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ইডেনে।‌ তারপর তিন ম্যাচের একদিনের সিরিজ। শনিবার টি-২০ সিরিজের দল ঘোষণা করা হবে। প্রথমে ঠিক ছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল একসঙ্গেই ঘোষণা করা হবে। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, শনিবার শুধুই টি-২০ সিরিজের দল ঘোষণা করা হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল পরে ঘোষণা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণার সময়সীমা ১২ জানুয়ারি ছিল। কিন্তু শোনা যাচ্ছে, সেটা বাড়ানোর আবেদন করবে বিসিসিআই।‌

শনিবার বিকেল পাঁচটায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে বোর্ডের হেড কোয়ার্টারে‌ বৈঠক ডাকা হয়েছে। বোর্ড সভাপতি রজার বিনি, সদ্য নির্বাচিত সচিব দেবজিৎ সাইকিয়া, সহ সভাপতি রাজীব শুক্লা ছাড়াও উপস্থিত থাকবেন প্রধান নির্বাচক অজিত আগরকর, হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতা নিয়েও কাটাছেঁড়া করা হবে এই বৈঠকে। বিজয় হাজারেতে দুরন্ত পারফরম্যান্সের ভিত্তিতে টি-২০ দলে ফিরবেন বরুণ চক্রবর্তী। একদিনের সিরিজেও তাঁকে রাখা হতে পারে। তবে কুলদীপ যাদবের ফেরা নিয়ে এখনও সংশয় রয়েছে। হার্নিয়া অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুতে জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন ভারতীয় স্পিনার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজে সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দরও। মেলবোর্নে শতরান করে নির্বাচকদের নজর কাড়েন নীতিশ কুমার রেড্ডি। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে তাঁকে নেওয়া হতে পারে।