আজকাল ওয়েবডেস্ক: আইএসএল খেতাব জয়ের পরে মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে খোলা চিঠি দিলেন মোহনবাগানের সভাপতি স্বপন সাধন (টুটু) বসু।
সঞ্জীব গোয়েঙ্কার ফুটবল প্যাশনের প্রশংসা করে টুটু বসু লেখেন, ''আমাদের মোহনবাগান ঐতিহাসিক ডাবল করেছে। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তা হল ধারাবাহিকতা। আর এই ধারাবাহিকতা রাখা সম্ভব হয়েছে আপনার প্যাশন, উৎসাহ ও দূরদৃষ্টির জন্য।''
মোহনবাগানকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার জন্য ফুটবলারদের যে পরিকাঠামো দেওয়া হয়েছে তার প্রশংসা করে মোহনবাগানের সভাপতি বলছেন, ''এই উন্নত পরিকাঠামো কেবল ক্লাবকে সাফল্য এনে দিয়েছে তা নয়, আমাদের প্যাশনেট সমর্থকদের কাছেও তা দারুণ গর্বের বিষয়।''

ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ এবং ফুটবল দলের সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন জানাচ্ছেন টুটু বসু। সেই সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কাকে ঐতিহ্যশালী মোহনবাগানের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত যে সব দিক থেকে সঠিক, সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে টুটু বসু বলছেন, ''অনেক প্রতিকূলতার মধ্যেও আপনাকে মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত যে সব অর্থেই সঠিক ছিল তা বলতে দ্বিধা নেই এবং মোহনবাগান ক্লাবের সভাপতি হিসেবে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল তা বলাই বাহুল্য।''
মোহনবাগান এখন ভারতসেরা। পরবর্তী লক্ষ্য এএফসি টুর্নামেন্ট তা পরিষ্কার করে লেখেন টুটু বসু। সঞ্জীব গোয়েঙ্কাকে শুভেচ্ছা জানিয়ে টুটু বসু লিখেছেন, ''আশা রাখি এই জয় মোহনবাগানের ইতিহাসে উজ্জ্বল অধ্যায়ের সূচনা করল।''
