আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনক তিনি। তিনি না থাকলে আজকের আইপিএল হয়তো দিনের আলোই দেখত না। সেই ললিত মোদিকে ১০ কোটি ৬৫ লক্ষ টাকা জরিমানা করেছে ইডি। ভারতের শীর্ষ আদালতে পিটিশন জমা দিয়েছেন তিনি।
'ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট'-এর নিয়ম ভাঙায় এই জরিমানা করা হয়েছিল ললিত মোদিকে। সেই জরিমানার অর্থ বোর্ডের কাছে দাবি করেন ললিত মোদি। কিন্তু তাঁর দাবি খারিজ করে দিয়েছে বোম্বে হাই কোর্ট। উলটে ললিত মোদিকেই ১ লক্ষ টাকা জরিমানা করে আদালত। সেই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে গিয়েছেন তিনি।
তিনি যে আবেদন করেছেন, তাতে লেখা, তাঁকে যখন জরিমানা করা হয়েছিল, তখন তিনি বোর্ড কর্তা ছিলেন। বোর্ডের সংবিধান অনুযায়ী সেই ক্ষতিপূরণ দিতে হবে ভারতীয় বোর্ডকেই। এই একই আবেদন ললিত মোদি করেছিলেন বোম্বে হাই কোর্টেও। কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যাত হয়।
এর আগে আদালতের সময় নষ্ট করা ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে অসম্মানিত করার জন্য ললিত মোদিকে জরিমানা করা হয়েছিল।
