আজকাল ওয়েবডেস্ক: সুপার কাপের সূচি প্রকাশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ২০ এপ্রিল থেকে ভুবনেশ্বরে শুরু হচ্ছে সুপার কাপ। চলবে ৩ মে পর্যন্ত।
নক আউট ফরম্যাটের টুর্নামেন্ট। মোট ১৬টি দল অংশ নেবে। আইএসএলের ১৩টি দল। ৩টি দল আইলিগের।
সুপার কাপের চ্যাম্পিয়ন দল ২০২৫-২৬ মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্লে অফে যোগ্যতা অর্জন করবে। প্রথম দিনই নামছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
২০ এপ্রিল ইস্টবেঙ্গলের সামনে কেরল ব্লাস্টার্স। সেদিন রাউন্ড অফ ১৬-এ মোহনবাগানের মুখোমুখি আই লিগের তৃতীয় স্থানাধিকারী দল।
আই লিগ নিয়ে এখনও আইনি জটিলতা রয়েছে। আই লিগ চ্যাম্পিয়নের নাম ঘোষিত হয়নি এখনও। আবার মহমেডান স্পোর্টিংকে নিয়ে সংশয় থাকলেও সাদা-কালো শিবিরের নাম ধরেই করা হয়েছে ক্রীড়াসূচি।
