আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় এ দলের সঙ্গে ভারতীয় সিনিয়র দলের ম্যাচ বাতিল করা নিয়ে প্রচণ্ড চটেছেন সুনীল গাভাসকর। টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কিংবদন্তি। ম্যাচ বাতিলের ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে ক্যাঙ্গারুদের দেশে কোনও ওয়ার্ম আপ ম্যাচ খেলবে না ভারতীয় দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে পর্যদুস্ত হওয়ার পর এমন সিদ্ধান্তে অবাক সানি। সিরিজ শুরুর আগে কয়েকটা ওয়ার্ম আপ ম্যাচ আয়োজনের দাবি জানান ভারতের প্রাক্তন অধিনায়ক। দেশের মাটিতে স্পিন সহায়ক উইকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ল্যাজেগোবরে হয় টিম ইন্ডিয়া। গোটা টেস্ট সিরিজে মাত্র একবার ৩০০ রানের গণ্ডি পেরোয়। কিন্তু অস্ট্রেলিয়ায় ফাস্ট, বাউন্সি পিচের সম্মুখীন হতে হবে ভারতীয় ব্যাটারদের। পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে, ওয়ার্ম আপ ম্যাচ বাধ্যতামূলক বলে মনে করেন প্রাক্তন তারকা। বিশেষ করে ফর্মে না থাকা বিরাট কোহলি, রোহিত শর্মার জন্য। একইসঙ্গে দলের নবাগত তারকা যশস্বী জয়েসওয়াল এবং সরফরাজ খানদের জন্যও।
গাভাসকর বলেন, 'অস্ট্রেলিয়ার পিচে ব্যাট করতে পছন্দ করে সবাই। প্রথম ডজন ওভার সামলে নিতে পারলে তারপর আর পিচ থেকে তেমন সাহায্য পায় না বোলাররা। সেটা করতে সিরিজ শুরুর আগে ওখানকার পিচে খেলা উচিত ছিল ভারতের। তার বদলে আমরা জানতে পারলাম, প্রথম টেস্টের আগে ওয়ার্ম আপ ম্যাচ বাতিল করা হয়েছে। যশস্বী জয়েসওয়াল এবং সরফরাজ খানদের মতো প্লেয়ার, যারা প্রথমবার অস্ট্রেলিয়া খেলবে, তাঁরা উপকৃত হত। পিচ সম্বন্ধে ওরা একটা ধারণা পেত। তাড়াতাড়ি আউট হয়ে গেলেও, নেটে থ্রো ডাউন বোলার বা নেট বোলারদের বিরুদ্ধে ব্যাট করতে পারত। আকাশ দীপ এবং হর্ষিত রানাও কোন লেন্থে বল করা উচিত বুঝতে পারত। কারণ ওখানকার পিচ ভারতীয় উইকেটের থেকে সম্পূর্ণ আলাদা। নেট প্র্যাকটিসের থেকে আসল শিক্ষা ম্যাচেই হয়।'
ভারতের আটজনের অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক হবে। এই তালিকায় আছেন যশস্বী জয়েসওয়াল, সরফরাজ খান, অভিমন্যু ঈশ্বরণ, ধ্রুব জুরেল, নীতিশ রেড্ডি, হর্ষিত রানা, আকাশ দীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। অন্তত নতুনদের কথা ভেবে ওয়ার্ম আপ ম্যাচ আয়োজনের কথা জানান সানি। তিনি বলেন, 'আশা করব বোধবুদ্ধি ফিরবে। দেরি হয়ে গেলেও এখনও কিছু ওয়ার্ম আপ ম্যাচের আয়োজন করা যাবে। সেটা স্টেট এ দল কুইন্সল্যান্ড এ এবং ভিক্টোরিয়া এর মধ্যে হলেও ঠিক আছে। এটা তরুণদের সাফল্য পেতে সাহায্য করবে।' গাভাসকর এমন ইচ্ছে পোষণ করলেও, সময়ের অভাবে হয়তো সেটা আর সম্ভব হবে না।
