আজকাল ওয়েবডেস্ক: অবসর ভেঙে জাতীয় দলে ফিরতে চলেছেন ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। বৃহস্পতিবার এআইএফএফের তরফে এই ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়েছে, সুনীল ছেত্রী ইজ ব্যাক। আগামী মার্চ মাসে ফিফা উইন্ডোতে ভারতের হয়ে খেলতে দেখা যাবে এই ফুটবলারকে। উল্লেখ্য, আগামী মার্চে মালদ্বীপের পাশাপাশি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন সুনীল। 

 

 

 

আট মাস আগে যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে ম্যাচে শেষ খেলেছিলেন সুনীল। জাতীয় দলের শেষ ম্যাচ খেলে নীল জার্সি তুলে রেখেছিলেন তিনি। তবে চলতি মরশুমে ক্লাব ফুটবলে বেঙ্গালুরু এফসির হয়ে আগুন ঝরাচ্ছেন তারকা ফুটবলার। একটি হ্যাটট্রিকও রয়েছে তাঁর। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেঙ্গালুরুর শেষ ম্যাচেও পেনাল্টি থেকে গোল করেন তিনি। তার কিছুদিন পরেই এল এই বিরাট ঘোষণা।

 

বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।