আজকাল ওয়েবডেস্ক:‌ তিনি সুনীল ছেত্রী। অবসর নিতেই জেতা ভুলে গিয়েছিল ভারতীয় ফুটবল দল। তিনি অবসর ভেঙে ফিরলেন। আর ভারতীয় দলও ফের জয়ের সরণীতে। গোল করলেন, করালেন। সুনীলের জন্যই আন্তর্জাতিক ফুটবলে ১৬ মাস পর জয়ে ফিরল ভারতীয় ফুটবল দল। আর ১২ ম্যাচ পর এল জয়। 
প্রীতি ম্যাচে ভারত ৩–০ গোলে হারাল মালদ্বীপকে। শেষ গোলটা সুনীলের। লিস্টনের ভাসানো বল থেকে এক ছোবলে সুনীল ছেত্রী গোল করলেন।


২০২৪ সালের ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সুনীল। আর ২০২৫ সালের ১৯ মার্চ অবসর ভেঙে ফিরলেন জাতীয় দলে। সেই ১১ নম্বর জার্সিতে। 


গোলের পর আবেগ ধরে রাখতে পারেননি সুনীল। চোখ থেকে বেরিয়ে এল জল। দেখতে দেখতে দেশের জার্সিতে হয়ে গেল ৯৫ গোল। 


মানোলো মার্কুয়েজের কোচিংয়ে প্রথম জয়। সেটাও এনে দিলেন সুনীলই। গত বছরের জুলাইয়ে কোচ হয়েছিলেন। কিন্তু জয় পাচ্ছিলেন না। ২০২৩ সালের ১৬ নভেম্বর কুয়েতের মাঠে শেষ জয় পেয়েছিল ভারত। আর মানোলোর কোচিংয়ে একটা হার ও তিনটে ড্র ছিল। ১৯ মার্চ ২০২৫ এল জয়। 


তবে আসল ম্যাচ ২৫ মার্চ। শিলংয়ে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ার কাপের যোগ্যতাঅর্জন পর্বের খেলা। সেদিনই আসল লড়াই। তবে বুধবার ৭৭ মিনিটে গোল করে চোখ বন্ধ করে কেঁদেই ফেলেছিলেন সুনীল। আবেগের বিস্ফোরণ আর কী!‌