আজকাল ওয়েবডেস্ক:‌ মানোলো ফিরিয়েছিলেন। বাদ দিয়ে দিলেন খালিদ জামিল। ভারতীয় দলের নতুন ফুটবল কোচ হয়ে বড় চমক দিলেন খালিদ জামিল। নেশনস কাপের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। তাঁদের জাতীয় শিবিরে যোগ দিতে বলা হয়েছে। সেই ৩৫ জনের দলে নেই সুনীল ছেত্রী। ভারতের হয়ে সর্বাধিক ৯৫ গোল করা সুনীলকে রাখেননি খালিদ। বদলে অনেক নতুন নাম রয়েছে তাঁর দলে। ৩৫ জনের দলে মোহনবাগানের সাত ও ইস্টবেঙ্গলের তিন ফুটবলার রয়েছেন।


প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুনীল। কিন্তু তাঁকে অবসর ভেঙে ফেরার প্রস্তাব দেন প্রাক্তন কোচ মানোলো মার্কেজ। তাতে সাড়া দিয়ে চলতি বছর মার্চ মাসে আবার ভারতীয় ফুটবলে ফেরেন সুনীল। কিন্তু তার পর ভারতের হয়ে চারটে ম্যাচ খেলে মাত্র একটা গোল করেছেন সুনীল। সেই কারণেই হয়তো ৪১ বছরের সুনীলকে দলে আর নিতে চাননি খালিদ। তরুণদের দিকে নজর দিলেন তিনি।


ভারতীয় দলে নেওয়া হয়েছে জামশেদপুর এফসি–র মনবীর সিংকে। জাতীয় দলের কোচ হওয়ার আগে এই দলেরই কোচ ছিলেন খালিদ। পাশাপাশি আর্মি রেড–এর ডিফেন্ডার সুনীল বেঞ্চামিনকে নিয়েছেন তিনি। ডুরান্ড কাপে জামশেদপুরের বিরুদ্ধে ভাল খেলেছেন বেঞ্চামিন। তাই ডাক পেয়েছেন তিনি। ডিফেন্ডার অ্যালেক্স সাজি ও গোলরক্ষক অ্যালবিনো গোমসও প্রথম বার ডাক পেয়েছেন ভারতীয় শিবিরে।


৩৫ জনের দলে সবচেয়ে বেশি ফুটবলার মোহনবাগানের। সবুজ–মেরুন থেকে যে সাত ফুটবলার ডাক পেয়েছেন তাঁরা হলেন–বিশাল কাইথ, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং ও সাহাল আব্দুল সামাদ। ইস্টবেঙ্গলের আনোয়ার আলি, জিকসন সিং ও নাওরেম মহেশ সিংকে ডেকেছেন খালিদ। ৩৫ জনের মধ্যে ২২ জন শনিবারই খালিদের শিবিরে যোগ দেবেন বলে জানা গিয়েছে। কলকাতার দুই প্রধানের ১০ এবং আরও তিন ফুটবলার (জামশেদপুরের অ্যালবিনো ও মনবীর এবং নর্থইস্টের জিথিন এমএস) এখন ডুরান্ড কাপে খেলছেন। এই প্রতিযোগিতা শেষ হওয়ার পর তাঁরা জাতীয় শিবিরে যোগ দেবেন। 

 

আরও পড়ুন:‌ বিরাট ও রোহিত নোংরা রাজনীতির শিকার, বিস্ফোরক এই প্রাক্তন ক্রিকেটার


২৯ আগস্ট থেকে শুরু হবে নেশনস কাপ। গ্রুপ বি–তে ভারতের সঙ্গে রয়েছে তাজিকিস্তান, ইরান ও আফগানিস্তান। কঠিন গ্রুপ। প্রথম দিনই আয়োজক দেশ তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। তার পর ১ সেপ্টেম্বর ইরান ও ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচ। ৮ সেপ্টেম্বর হবে প্রতিযোগিতার ফাইনাল। ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে এটাই খালিদের প্রথম টুর্নামেন্ট। দেখা যাক তিনি সফল হল কিনা।

শিবিরে যোগ দেওয়া ২২ ফুটবলার
গোলরক্ষক:‌ অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিকতিওয়ারি।
ডিফেন্ডার:‌ আকাশ মিশ্র, অ্যালেক্স সাজি, বরিস সিং, চিংলেনসানা সিং, মিংথানমাওয়াইয়া রালতে, রাহুল ভেকে, রোশন সিং, সন্দেশ জিঙ্ঘান, সুনীল বেঞ্চামিন।
মিডফিল্ডার:‌ আশিক কুরুনিয়ান, দানিশ ফারুখ, নিখিল প্রভু, রাহুল কেপি, সুরেশ সিং, উদান্তা সিং।
ফরোয়ার্ড:‌ ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং।