আজকাল ওয়েবডেস্ক: ঘড়ির কাঁটায় তখন বিকেল ৫.৩৭ মিনিট। ইডেনে শুরু ধামাকা। বেঙ্গল প্রো টি-২০ লিগের জাঁকজমক উদ্বোধনের সাক্ষী থাকল কলকাতার ক্রিকেটভক্তরা। প্রথম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে কোনও চাকচিক্য ছিল না। কিন্তু বুধ সন্ধেয় ক্রিকেটের নন্দনকানন মাতালেন সুনিধি চৌহান। টানা এক ঘন্টা দশ মিনিট ননস্টপ পারফর্ম করলেন বলিউডের শাকিরা। একাই একশো। অনেক আগে থেকেই শুধু 'গায়িকা' ট্যাগ গা থেকে ঝেড়ে ফেলেছেন। এখন তিনি একজন কমপ্লিট পারফর্মার। এদিন তারই ছাপ রাখলেন। ধুম মাচালে দিয়ে শুরু। বিড়ি জ্বালাইলেতে শেষ। মাঝে একের পর এক হিট গান। তাতে মুগ্ধ ইডেনে উপস্থিত হাজার পাঁচেক দর্শক। সুনিধিকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন ভক্তরা।
ক্রেজি কিয়া রে, দেশি গার্ল, ইশক সুফিয়ানা, বে ইন্তেহান, বলম সামি, শিলা কি জওয়ানি..তাঁর গানের তালে তালে নাচল ইডেন। শুধু মাত্র আইটেম নম্বর নয়, সুরেলা গানও উপহার দেন সুনিধি। মস্ত থেকে ধুম, মিশন কাশ্মিরের জনপ্রিয় গানের নন স্টপ ঝড়ো পারফরম্যান্স সুনিধির। শুধুমাত্র লেটেস্ট গান নয়, নয়ের দশকের গানও গান। মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। লাফিয়ে, ছুটে বেড়ালেন বলিউডের শাকিরা। যখন মঞ্চে ওঠেন, পড়ন্ত বিকেল। সূর্যাস্তের সময় মায়াবী পরিবেশ সৃষ্টি হয়। সন্ধে ৬.৫০ পর্যন্ত টানা পারফর্ম করলেন।
১১ জুন থেকে ২৮ জুন কলকাতার ঘরোয়া ক্রিকেটের টি-২০ যুদ্ধ। ছেলে এবং মেয়েদের আট দলের বাইশ গজের লড়াইয়ের শুরুতে মাঠে ট্রফি নিয়ে প্রবেশ করলেন ঝুলন গোস্বামী এবং ঋদ্ধিমান সাহা। মঞ্চে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলী। এছাড়াও ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র পারিষদ দেবাশিস কুমার। ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি এবং সচিব নরেশ ওঝাও। ছেলে এবং মেয়েদের আট দলের অধিনায়কদের মঞ্চে ডাকা হয়।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমন্ত্রিত থাকলেও আসতে পারেননি। তবে ক্রিকেটীয় যুদ্ধের আগে যে আঁচ সুনিধি চৌহান ছড়ালেন, সেটা যথেষ্ট মোহময়ী। গতবারের দুই যৌথ বিজয়ী সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস ম্যাচ দিয়ে বেঙ্গল প্রো টি-২০ লিগের ঢাকে কাঠি পড়ে গেল।
