আজকাল ওয়েবডেস্ক: প্রায়শ্চিত্ত করলেন স্টিভ স্মিথ। প্রায়শ্চিত্তই বটে! 

দিনের প্রথম বলেই রাহুলের সহজ ক্যাচ স্মিথ ছাড়েন স্লিপে। গতদিনের রানের সঙ্গে একটি রানও যোগ করেননি রাহুল। ভারতের ওপেনারের সহজ ক্যাচ ছাড়ায় স্মিথ-সহজ গোটা অস্ট্রেলিয়া দল হতাশ হয়ে পড়ে। স্মিথ ক্যাচ পেলায় জীবন ফিরে পেয়ে লোকেশ রাহুল নিজের ইনিংস গোছানোর কাজ শুরু করেন। ভারতকেও এগিয়ে নিয়ে যান। 

রাহুলের ক্যাচ ছাড়ার গ্লানিবোধ স্মিথকে গ্রাস করে। ভারতের তারকা ব্যাটার বাউন্ডারি মারলেই তাঁর দিকে ক্যামেরা ধরা হয়। স্মিথকে মাথা নাড়তে দেখা যায়। বোঝাই যাচ্ছিল ওই ক্যাচ ছাড়ার অপরাধবোধ তাড়া করে বেড়াচ্ছে স্মিথকে। 

?ref_src=twsrc%5Etfw">December 17, 2024

ক্যাচ ছাড়ার পরে রাহুল আরও ৫১ রান যোগ করেন। যখন মনে হচ্ছে এবার সেঞ্চুরিটা এল বলে। ঠিক তখনই ছন্দপতন। স্লিপে সেই স্মিথের হাতেই জীবন শেষ হয় রাহুলের। ৪৪-তম ওভারে লিয়ঁর বলটা একটু বেশিই ঘুরেছিল। রাহুল ব্যাকফুটে গিয়ে কাট করতে গিয়েছিলেন। কিন্তু রাহুলের সেই কাট যায় স্লিপ অঞ্চলে। স্মিথ দাঁড়িয়ে ছিলেন প্রথম স্লিপে। লিয়ঁর ডেলিভারির সময়ে তিনি নিজের ডান দিকে সরে গিয়েছিলেন সামান্য়।

 

বেশ গতিতেই বলটা গিয়েছিল স্লিপের দিকে। স্মিথ রিফ্লেক্সের পরিচয় দেন। বিদ্যুৎ গতিতে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ভাবে রাহুলকে তালুবন্দি করেন। খুব অল্পই সময় স্মিথ পেয়েছিলেন। অজি তারকার ক্যাচ দেখে বিস্মিত অনেকেই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন, গ্রেটেস্ট স্লিপ ক্যাচ। গ্রেটেস্ট কিনা তা তর্কসাপেক্ষ তবে স্মিথের ক্যাচটি নিঃসন্দেহে দুর্দান্ত। ম্যাচের গতিপ্রকৃতি বিচার করলে ক্যাচটি উল্লেখযোগ্যও বটে। লোকেশ রাহুল ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে যাচ্ছিলেন। সেঞ্চুরির গন্ধও পেতে শুরু করে দিয়েছিলেন। সেই জায়গায় লোকেশ রাহুলের ক্যাচ ধরে ভারতীয় ইনিংসকে ধাক্কা দিলেন স্মিথ। 
ক্রিকেট জীবনের মতোই। এই মেঘ তো এই রৌদ্র। কিছু  হাতছাড়া হবে আবার কিছু দু'হাত ধরে গ্রহণ করবে।