আজকাল ওয়েবডেস্ক: ব্যক্তিগত কারণে খেলছেন না প্যাট কামিন্স। শোনা যাচ্ছে তাঁর চোটও আছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভ স্মিথ। কিন্তু তিনিও ১০০ শতাংশ সুস্থ নন। বর্ডার গাভাসকার ট্রফির পর বিগ ব্যাশে খেলতে গিয়ে কনুইয়ে চোট পেয়েছিলেন স্মিথ। সেই চোট এখনও পুরোপুরি সারেনি। বাউন্ডারি লাইন থেকে বল ছুঁড়তে বেশ সমস্যাই হচ্ছে বলে জানিয়েছেন স্মিথ।
স্মিথের কথায়, ‘শ্রীলঙ্কা সিরিজে স্লিপেই ফিল্ডিং করব। যদি বাইন্ডারির দিকে বল ধরতে যাই, তাহলে আমার পিছনে অন্য কোনও সতীর্থকে আসতে হবে।’
তবে কনুইয়ের চোট যে আগের চেয়ে ভাল আছে তা জানাতে ভোলেননি স্মিথ। বুধবার থেকে গলে শুরু হবে প্রথম টেস্ট। সেই টেস্ট খেলবেন বলে জানিয়েছেন স্মিথ।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোট সমস্যায় ভুগছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা টি২০ লিগে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মার্কাস স্টোইনিস। এদিকে ‘চোট’ সমস্যার জন্য চ্যাম্পিয়ন্স লিগে অধিনায়ক কামিন্সের খেলা নিয়েও অনিশ্চয়তা।
স্মিথ, স্টোইনিস, কামিন্স তিন তারকা শেষ অবধি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে না পারলে মহা সমস্যায় পড়ে যাবে অস্ট্রেলিয়া।
