আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ৯৯৯৯ রানে থেমে যান। দশ হাজারের মাইলস্টোনের থেকে মাত্র এক রান দূরে ছিলেন স্টিভ স্মিথ। সিডনি টেস্টে নজিরের মুখে ছিলেন। দ্বিতীয় ইনিংসে প্রসিদ্ধ কৃষ্ণর বল তাঁর ব্যাটে লেগে তৃতীয় স্লিপে যশস্বী জয়েসওয়ালের হাতে যেতেই থমকে দাঁড়িয়ে পড়েন। আউট হয়ে গিয়েছেন, যেন বিশ্বাসই করতে পারছিলেন না। আর মাত্র ১ রান দরকার ছিল। তাহলেই টেস্টে দশ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলতেন। কিন্তু সেই যাত্রায় অধরা থেকে যায়। এক রানের জন্য ২৪ দিন অপেক্ষা করতে হয় স্মিথকে। অবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে অধরা স্বপ্নের প্রাপ্তি। গলে প্রথম টেস্টেই দশ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন স্মিথ। এদিন কোনও সময় নষ্ট করেননি। প্রথম বলেই প্রভাত জয়সূর্যকে শর্ট মিড উইকেটে ঠেলে এক রান সম্পূর্ণ করেন।
প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দুই ম্যাচের শ্রীলঙ্কা সিরিজে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ। অধিনায়ক হিসেবে এই কীর্তি স্থাপন আলাদা অনুভূতি। দর্শকদের উদ্দেশে ব্যাট তুলে তাঁর এই মাইলস্টোন উদযাপন করেন অজি তারকা। পঞ্চম দ্রুততম ক্রিকেটার হিসেবে ১০,০০০ টেস্ট রান সম্পূর্ণ করেন। বিশ্বের ১৫তম এবং অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে এই নজির গড়লেন স্মিথ। এই তালিকায় তাঁর আগে রয়েছেন রিকি পন্টিং, অ্যালন বর্ডার এবং স্টিভ ওয়া। দ্রুততম দশ হাজারের ক্লাবে আছেন ব্রায়ান লারা, শচীন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা। তিনজনই ১৯৫ তম ইনিংসে এই কীর্তি স্থাপন করেন। এক ইনিংস বেশি নেন রিকি পন্টিং। স্টিভ স্মিথ নিলেন ২০৫ ইনিংস।
