আজকাল ওয়েবডেস্ক: মার্কাস স্টোইনিসের অবসরের পর প্যাট কামিন্সের ছিটকে যাওয়ার খবর কিছুক্ষণ আগেই জানা গিয়েছে। কিন্তু তার আগেই স্টিভ স্মিথ জানিয়ে দেন, অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তৈরি। বর্তমানে অস্ট্রেলিয়ার টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বর্ডার-গাভাসকর‌ ট্রফির শেষদিকে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন। এর আগেও অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্মিথ। কামিন্সের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতার ভূমিকা পালন করার জন্য তৈরি দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। স্টিভ স্মিথ বলেন, 'বিষয়টা নিয়ে আমি খুব বেশি ভাবিনি। দেখি কী হয়। অপেক্ষা করতে হবে। আমি টেস্ট সিরিজে ফোকাস করছি। টেস্ট সিরিজ জেতার পর একদিনের ক্রিকেটে ফোকাস করতে চাই। তবে এইধরনের পরিস্থিতিতে আমি দলকে নেতৃত্ব দিতে ভালবাসি। আমি খেলাটা ভালভাবে বুঝি। কী করা দরকার জানি। আমি বিষয়টা উপভোগ করি।' 

দ্বিতীয় সন্তানের জন্ম এবং গোড়ালির চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলতে পারেননি কামিন্স। দুটো টেস্টের পর লঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয় একদিনের দল। সেই দলের সঙ্গে যাননি কামিন্স এবং হ্যাজেলউড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। আইসিসি মার্কি ইভেন্টে চার তারকা ক্রিকেটারকে পাবে না তাঁরা। ১২ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের পরিবর্ত ঘোষণা করা হবে। মিচেল মার্শের জায়গা দলে ঢুকতে পারেন বিউ ওয়েবস্টার। বাকিদের পরিবর্ত এখনও জানানো হয়নি। তবে পেসারদের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেতে পারেন সিন অ্যাবট‌ এবং স্পেন্সার জনসন। আচমকা স্টোইনিসের অবসর বড় চমক। তাঁর পরিবর্ত হিসেবে এখনও কোনও নাম ভেসে আসেনি।