আজকাল ওয়েবডেস্ক: রেকর্ডের পর রেকর্ড। রাহুল দ্রাবিড়, জো রুটদের এলিট ক্লাবে প্রবেশ করলেন স্টিভ স্মিথ। শুক্রবার গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন লাল বলের ক্রিকেটে নিজের ৩৬তম শতরান করেন অস্ট্রেলিয়ান তারকা। সর্বোচ্চ টেস্ট শতরানের তালিকায় দ্রাবিড় এবং রুটের সঙ্গে পঞ্চম স্থানে চলে এলেন স্মিথ। প্যাট কামিন্সের জায়গায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ৩৭ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়কোচিত ইনিংস খেলেন স্মিথ। শুরুতে একটু নড়বড়ে দেখায়। খাতা খোলার আগেই তাঁর বিরুদ্ধে একবার এলবিডব্লুর আবেদন হয়। ষষ্ঠ বলে প্রথম রান নেওয়ার পর ছন্দ খুঁজে পান। প্রথমে উসমান খোয়াজা, পরে অ্যালেক্স ক্যারির সঙ্গে বড় পার্টনারশিপ গড়েন। ৯৮ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন স্মিথ।
অর্ধশতরান করার পর, আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যায় অস্ট্রেলিয়ার অস্থায়ী অধিনায়কের। ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন। মাঝেমধ্যে বাউন্ডারি মারার পাশাপাশি স্ট্রাইক রোটেটও করেন। কামিন্দু মেন্ডেসের বল বাউন্ডারিতে পাঠিয়ে মাইলস্টোনে পৌঁছে যান। পরপর দুই টেস্টে শতরান। প্রথম টেস্টে ১৪১ রান করেছিলেন স্মিথ। রিকি পন্টিংকে ছাপিয়ে এশিয়া উপমহাদেশে টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রহকারীর তকমা অর্জন করলেন। এশিয়াতে ১৮৮৯ রান ছিল পন্টিংয়ে। তাঁকে টপকাতে স্মিথের প্রয়োজন ছিল ২৭ রান। মধ্যাহ্নভোজের পরপরই লক্ষ্যে পৌঁছে যান। আগের দিনই অস্ট্রেলিয়া গ্রেটের আরও একটি রেকর্ড ভাঙেন স্মিথ। আউটফিল্ডার হিসেবে টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার নজির গড়েন। মোট ১৯৭ ক্যাচ নেন অজি তারকা।
