আজকাল ওয়েবডেস্ক: স্টিভ স্মিথের এক রান দেখতে ৮৩৫৮ কিলোমিটার অতিক্রম করে অস্ট্রেলিয়া থেকে শ্রীলঙ্কায় এসেছেন এক ভক্ত।
সেই ভক্তকে হতাশ করেননি স্মিথ। প্রথম বল মিড অনে ঠেলেই ১০ হাজার রান করে ফেললেন স্মিথ।
এই টেস্টে নামার আগে ৯৯৯৯ রানে ছিলেন স্মিথ। অস্ট্রেলিয়ার চতুর্থ ও বিশ্বের ১৫তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন স্মিথ।
সিডনি টেস্টেই হয়তো এই মাইলস্টোন ছুঁতে পারতেন স্মিথ। প্রথম ইনিংসে ৩৩ করেন। দ্বিতীয় ইনিংসে ৪ রান করেন স্মিথ। ৯৯৯৯ রানে পৌঁছনোর পরে স্মিথ আউট হন।
এদিন অবশ্য অধিনায়ক হিসেবে ১০ হাজার রানের মাইলস্টোনে পৌছলেন তিনি। স্মিথের আগে ১০ হাজার ক্লাবের সদস্য হয়েছেন, অ্যালান বর্ডার, স্টিভ ওয়া ও রিকি পন্টিং। এই তিনজনই দশ হাজার রানে পৌঁছনোর ম্যাচে অধিনায়ক ছিলেন। স্মিথও অধিনায়ক হিসেবেই দশ হাজার রানের পাহাড়ে চড়লেন।
